মানবপ্রেমের জয়গান
মানবপ্রেমের জয়গান
সাইয়িদ রফিকুল হক
মন্দির বলো মসজিদ বলো সবই হলো ভক্তের ঠাঁই,
প্রেমপূজারীর ভক্তিমনে তাইতে আঘাত দিতে নাই।
সবার মনে ভক্তিসুধা টিকে আছে কতদিন!
ধর্মচর্চায় সবাই স্বাধীন, কেউ নয় আজকে পরাধীন।
নিজের ধর্ম শ্রেষ্ঠ বলে ভাঙবে তুমি অন্যের ঘাড়?
ধর্মচর্চায় ঋষি হয়ে দিতে হবে বিরাট ছাড়।
পরের ধর্ম একটু সহ্য তোমার যদি নাইবা হয়,
মানুষ হয়েও পশুরূপে হবে তোমার পরাজয়।
মন্দির বলো মসজিদ বলো সবই হলো ভক্তের ঠাঁই,
বিশ্বের বুকে সাম্প্রদায়িক পশুদের আজ ধর্ম নাই।
মন্দির বলো মসজিদ বলো সবই হলো ভক্তের ঠাঁই,
ধর্মভেদে-জাতিভেদে মানুষের কি মুক্তি নাই?
ধর্ম তোমার যাই-ই হোক না, শুধু মানুষ হয়ো আজ,
পরের ধর্মে আঘাত হেনে হয়ো নাকো ভণ্ডরাজ।
ধর্ম বলো কর্ম বলো সবচে বড় মানুষ ভাই,
সেই মানুষের ছোট্ট বুকে দুঃখ-কষ্ট দিতে নাই।
মানুষ হয়ে মানুষের মন ভেঙে দিয়ে করবে ভোজ?
কতদিন আর বাঁচবে তুমি? তারপর হবে নিন্দা রোজ।
মন্দির বলো মসজিদ বলো সবই হলো ভক্তের ঠাঁই,
সকল-প্রাণে মানবপ্রেমের জয়গান আজ দেখতে চাই।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা।
সাইয়িদ রফিকুল হক
মন্দির বলো মসজিদ বলো সবই হলো ভক্তের ঠাঁই,
প্রেমপূজারীর ভক্তিমনে তাইতে আঘাত দিতে নাই।
সবার মনে ভক্তিসুধা টিকে আছে কতদিন!
ধর্মচর্চায় সবাই স্বাধীন, কেউ নয় আজকে পরাধীন।
নিজের ধর্ম শ্রেষ্ঠ বলে ভাঙবে তুমি অন্যের ঘাড়?
ধর্মচর্চায় ঋষি হয়ে দিতে হবে বিরাট ছাড়।
পরের ধর্ম একটু সহ্য তোমার যদি নাইবা হয়,
মানুষ হয়েও পশুরূপে হবে তোমার পরাজয়।
মন্দির বলো মসজিদ বলো সবই হলো ভক্তের ঠাঁই,
বিশ্বের বুকে সাম্প্রদায়িক পশুদের আজ ধর্ম নাই।
মন্দির বলো মসজিদ বলো সবই হলো ভক্তের ঠাঁই,
ধর্মভেদে-জাতিভেদে মানুষের কি মুক্তি নাই?
ধর্ম তোমার যাই-ই হোক না, শুধু মানুষ হয়ো আজ,
পরের ধর্মে আঘাত হেনে হয়ো নাকো ভণ্ডরাজ।
ধর্ম বলো কর্ম বলো সবচে বড় মানুষ ভাই,
সেই মানুষের ছোট্ট বুকে দুঃখ-কষ্ট দিতে নাই।
মানুষ হয়ে মানুষের মন ভেঙে দিয়ে করবে ভোজ?
কতদিন আর বাঁচবে তুমি? তারপর হবে নিন্দা রোজ।
মন্দির বলো মসজিদ বলো সবই হলো ভক্তের ঠাঁই,
সকল-প্রাণে মানবপ্রেমের জয়গান আজ দেখতে চাই।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জামাল উদ্দিন জীবন ১৮/১০/২০২১সুন্দর কথা মালা।
-
বিধান চন্দ্র ধর ১৭/১০/২০২১চমৎকার
-
ফয়জুল মহী ১৬/১০/২০২১চমৎকার