পথ মেপে দেখি নাই
পথ মেপে দেখি নাই
তাই চলি বিপথে।
আড়ালে বিপদ আছে জেনেও
পথ চলি অসীম সাহসে নিরবধি।
তাই চলি বিপথে।
আড়ালে বিপদ আছে জেনেও
পথ চলি অসীম সাহসে নিরবধি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত ভৌমিক ০৮/১০/২০২১
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ০৮/১০/২০২১খুব সুন্দর লিখেছেন
-
ফয়জুল মহী ০৭/১০/২০২১শুভ কামনা রইলো অফুরন্ত
নিজের পথে
যদি সে হয় সৎপথ
তবে আপনি বিপথে নয়
আছেন সঠিক দিশায়, ঠিক পথে।
*******
সুন্দর লিখেছেন।
ধন্যবাদ।