বাইরে কেঁদো না
বাইরে কেঁদো না
সাইয়িদ রফিকুল হক
বাইরে কেঁদো না
চিৎকার আসুক ভিতর থেকে,
ছিঁচকাঁদুনেরাই আনবে বিপদ ডেকে।
আত্মার ভিতরে যে কান্না আছে
তাকে এবার আনো বাইরের ঘরে,
লোকজন জানবে তুমি যাওনি মরে।
সাইয়িদ রফিকুল হক
০৫/১০/২০২১
সাইয়িদ রফিকুল হক
বাইরে কেঁদো না
চিৎকার আসুক ভিতর থেকে,
ছিঁচকাঁদুনেরাই আনবে বিপদ ডেকে।
আত্মার ভিতরে যে কান্না আছে
তাকে এবার আনো বাইরের ঘরে,
লোকজন জানবে তুমি যাওনি মরে।
সাইয়িদ রফিকুল হক
০৫/১০/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ০৭/১০/২০২১সুন্দর উপলব্ধির ব্যক্ততা।
-
সুব্রত ভৌমিক ০৬/১০/২০২১সুন্দর ছোট্ট কবিতা।
কিন্তু মানে অনেক গভীর !!!
অন্তর থেকে....
ধন্যবাদ ও শুভেচ্ছা কবি। -
আলমগীর সরকার লিটন ০৬/১০/২০২১বৃষ্টি শব্দ শুনা যায়
-
ফয়জুল মহী ০৫/১০/২০২১নিখুঁত বুনন ও পরিমার্জিত লিখন,