আমারই বুকে
আমারই বুকে
আমারই বুকে ছুরি মেরে তুমি আজ সাধু হলে,
তোমার ভাগ্য ভালো, আমি যে চোখের জলে।
জীবনের সব সুখ তুমি নিলে জোরে কেড়ে,
আমারই বুকে তুমি পাপী উঠেছিলে বেড়ে।
আমারই বুকে ছুরি মেরে তুমি আজ সাধু হলে,
তোমার ভাগ্য ভালো, আমি যে চোখের জলে।
জীবনের সব সুখ তুমি নিলে জোরে কেড়ে,
আমারই বুকে তুমি পাপী উঠেছিলে বেড়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিজিৎ হালদার ০৪/১০/২০২১Valo
-
সুব্রত ভৌমিক ০৪/১০/২০২১আক্ষেপ করবেন না কবি,
এটাই এখন দস্তুর...
বিশ্বাসী মানুষ, প্রায় ছবি।
*******
ভালো লিখেছেন।
শুভেচ্ছা নেবেন। -
বোরহানুল ইসলাম লিটন ০৪/১০/২০২১বেশ আক্ষেপের ধারা।
-
ফয়জুল মহী ০৩/১০/২০২১অসাধারণ লিখেছেন ।