তোমার মুখে ফুল ফোটে না
তোমার মুখে ফুল ফোটে না
সাইয়িদ রফিকুল হক
তোমার মুখে ফুল ফোটে না
তোমার মুখে আগুন ঝরে!
আগুনের লেলিহান শিখা
পুড়িয়ে দেয় প্রেম-হৃদয়।
তোমার মুখে প্রেম জাগে না
ঘৃণা-লাভা ছোটে অবিরাম।
তোমার মুখে ফুল ফোটে না
তোমার মুখে চাঁদ বসে না।
সাইয়িদ রফিকুল হক
০২/১০/২০২১
সাইয়িদ রফিকুল হক
তোমার মুখে ফুল ফোটে না
তোমার মুখে আগুন ঝরে!
আগুনের লেলিহান শিখা
পুড়িয়ে দেয় প্রেম-হৃদয়।
তোমার মুখে প্রেম জাগে না
ঘৃণা-লাভা ছোটে অবিরাম।
তোমার মুখে ফুল ফোটে না
তোমার মুখে চাঁদ বসে না।
সাইয়িদ রফিকুল হক
০২/১০/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত ভৌমিক ০৭/১০/২০২১
-
ফয়জুল মহী ০২/১০/২০২১অসাধারণ লেখা , একরাশ শুভেচ্ছা ও শুভ কামনা নিরন্তর
-
ন্যান্সি দেওয়ান ০২/১০/২০২১Sundor
প্রবল মেঘ গর্জনের পর
আসেই শান্তির বারি।