তুমি যেন ছবির মানুষ
তুমি যেন ছবির মানুষ
তোমাকে দেখলে মনে হয় তুমি কোনো ছবিটবি!
মানুষ বলে মনে হয় না, সত্যি বলছি কবি।
তোমাকে দেখলে শুধু ভাবি তুমি কোনো ছবি হবে,
ছবির মানুষ তুমি যেন তাইতে আছো নীরবে!
তোমাকে দেখলে মনে হয় তুমি কোনো ছবিটবি!
মানুষ বলে মনে হয় না, সত্যি বলছি কবি।
তোমাকে দেখলে শুধু ভাবি তুমি কোনো ছবি হবে,
ছবির মানুষ তুমি যেন তাইতে আছো নীরবে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ০২/১০/২০২১সুন্দর কাব্যিক নিবেদন।
-
এস এম শাহনূর ০১/১০/২০২১ভসল লাগলো।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০১/১০/২০২১চমৎকার অনুভূতির প্রকাশ
-
স্বপন রোজারিও (মাইকেল) ০১/১০/২০২১মানুষ ছবি
নীরব কবি। -
মাহতাব বাঙ্গালী ০১/১০/২০২১কবিত্বে সুন্দর অনুভূতি
-
ফয়জুল মহী ৩০/০৯/২০২১চমৎকার