কেমন করে
করাতের ধার যদি থাকে কারও মুখে,
তবে তুমি কেমন করে থাকবে সুখে?
বুকটা যদি চিরে যায় হে শক্ত ধারে,
ভালোবাসবে কেমন করে তুমি তারে?
তবে তুমি কেমন করে থাকবে সুখে?
বুকটা যদি চিরে যায় হে শক্ত ধারে,
ভালোবাসবে কেমন করে তুমি তারে?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মাহতাব বাঙ্গালী ০১/১০/২০২১তরবারীর আঘাতের ব্যথা চলে যায় কিন্তু কথার আঘাত আমৃত্যু থেকে যায়
-
সুব্রত ভৌমিক ৩০/০৯/২০২১একটু ভোঁতা একটু ধার
এই নিয়েই তো
সব সুখের সংসার।
*************
সুন্দর হয়েছে কবিতা আপনার।
শুভেচ্ছা রইলো। -
ফয়জুল মহী ২৯/০৯/২০২১খুবই সুন্দর