মৃত হৃদয়
মৃত হৃদয়
শূন্য বুকে আজ কথা নেই!
বালুচরের মতো পড়ে আছে
নেশাগ্রস্ত হৃদয়!
সেখানে ফুটবে না কোনো ফুল
শুধু আর্তনাদ শোনা যায়!
ভোরের ফুল হয়ে যে হৃদয়
একদিন হাসতো আজ তা মৃত।
শূন্য বুকে আজ কথা নেই!
বালুচরের মতো পড়ে আছে
নেশাগ্রস্ত হৃদয়!
সেখানে ফুটবে না কোনো ফুল
শুধু আর্তনাদ শোনা যায়!
ভোরের ফুল হয়ে যে হৃদয়
একদিন হাসতো আজ তা মৃত।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিজিৎ হালদার ২৫/১১/২০২১ভালো অনুভব
-
মাহতাব বাঙ্গালী ০১/১০/২০২১সূর্য আবার উদয় হইবে
ভোরের শুভ্রতা ঘুম আবারো ভাঙাইয়া দিবে
এ প্রত্যাশায় সূর্যমুখী ফুল প্রতীক্ষিত -
জানবক্স খান ৩০/০৯/২০২১মন ভেঙে দিলেন।
-
অভিজিৎ হালদার ২৯/০৯/২০২১ভালো ভাবনা
-
আলমগীর সরকার লিটন ২৯/০৯/২০২১লেগে গেলো অনুভূতির ছুঁয়া
-
ফয়জুল মহী ২৮/০৯/২০২১খুব সুন্দর লিখেছেন
-
সুব্রত ভৌমিক ২৮/০৯/২০২১সুন্দর বেদনার কবিতা
ধন্যবাদ।
*******
কিন্তু, হৃদয় কেন মৃত
বোঝা গেল না...
জানবেন, কোন দুঃখেই
জীবন অচল হয়ে যায় না।
********
মনের দাঁড় শক্ত হাতে ধরে
উঠে দাঁড়ান। সব ঠিক হয়ে যায়ে।