আঁতেল তুমি
আঁতেল তুমি
আঁতেল তুমি চাচ্ছো হতে
অনেকবড় কবি!
মগজ ভেঙে আঁকছো তাই যে
গোঁজামিলের ছবি!
অনেক ভাবের ভাবটা দেখাও
কিচ্ছু নাই যে বুকে,
চাপাবাজির বুড়িগঙ্গা
আছে তোমার মুখে!
আঁতেল তুমি চাচ্ছো হতে
অনেকবড় কবি!
মগজ ভেঙে আঁকছো তাই যে
গোঁজামিলের ছবি!
অনেক ভাবের ভাবটা দেখাও
কিচ্ছু নাই যে বুকে,
চাপাবাজির বুড়িগঙ্গা
আছে তোমার মুখে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ২৮/০৯/২০২১বেশ বলেছেন।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৭/০৯/২০২১ভালো
-
আলমগীর সরকার লিটন ২৭/০৯/২০২১চমৎকার ছড়া
-
ফয়জুল মহী ২৬/০৯/২০২১সুন্দর উপস্থাপন l ।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৬/০৯/২০২১Good post. Thanks.
-
সুব্রত ভৌমিক ২৬/০৯/২০২১সুন্দর লিখেছেন।
ধন্যবাদ।
************
ভুলবেন না কবি--
ছলনাতে আর,
এবার শক্ত হাতে
ধরুন নিজের দাঁড়।
*************ঈ*** -
সুব্রত ভৌমিক ২৬/০৯/২০২১সুন্দর কবিতা।
ধন্যবাদ।
*********
কবি, ঠিক ধরেছেন আপনি,
আঁতেল যখন লেখে কবিতা
বোঝে সবাই দৌড় কতখানি।
*******