পদ্মপাতা
পদ্মপাতা
অনেক আশার পদ্মপাতা
ঠাঁই পেল না বুকে,
পুকুরভরা নোংরা জলের
আগুন ফোটে মুখে!
একটুখানি ভালোবাসা
খুঁজলে পাবে না,
স্বচ্ছজলে পদ্মপাতার
ঠাঁই যে মেলে না!
অনেক আশার পদ্মপাতা
ঠাঁই পেল না বুকে,
পুকুরভরা নোংরা জলের
আগুন ফোটে মুখে!
একটুখানি ভালোবাসা
খুঁজলে পাবে না,
স্বচ্ছজলে পদ্মপাতার
ঠাঁই যে মেলে না!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কায়সার মোহাম্মদ ইসলাম ২৬/০৯/২০২১পুকুরভরা নোংরা জলে---- মুখে, আসলেই অসাধারণ। শুভেচ্ছা রইল।
-
ফয়জুল মহী ২৫/০৯/২০২১অপূর্ব অনুভুতির প্রকাশ।
-
সুব্রত ভৌমিক ২৫/০৯/২০২১নেই দরকার পদ্মপাতার
সারা জীবন
স্বচ্ছ থাকা খুব দরকার।
********
কবিতায় সুন্দর উপলব্ধি
সুন্দর লিখেছেন কবি।
ধন্যবাদ। -
স্বপন রোজারিও (মাইকেল) ২৫/০৯/২০২১ভালোই হয়েছে।
-
তাবেরী ২৫/০৯/২০২১দারুণ