আগুনভরা মুখে
আগুনভরা মুখে
রূপ দেখে তোর কেউ ভোলে না এমন ভাবনা কেন?
চিরদিন কি রূপ থাকে রে এসব কথাও জেনো!
ঝরাপাতার রূপ থাকে না সব ঝরে যায় চুপে,
রূপ ফুরালে তুইও পাগলি থাকবি আঁধার কূপে!
কতজনের কত রূপের দেখছি কত বড়াই!
দিন ফুরালে দেমাগরাণীর থেমে যাবে লড়াই।
বুকের ভিতর আগুন নিয়ে কে ফোটাবে গোলাপ?
গরলমুখে গান হয় না তো―শুনবে কান্না-বিলাপ!
রূপ দেখে তোর মন ভরে না―দিন কাটে না সুখে,
শত চেষ্টায় সুর ঝরে না আগুনভরা মুখে।
রূপ দেখে তোর কেউ ভোলে না এমন ভাবনা কেন?
চিরদিন কি রূপ থাকে রে এসব কথাও জেনো!
ঝরাপাতার রূপ থাকে না সব ঝরে যায় চুপে,
রূপ ফুরালে তুইও পাগলি থাকবি আঁধার কূপে!
কতজনের কত রূপের দেখছি কত বড়াই!
দিন ফুরালে দেমাগরাণীর থেমে যাবে লড়াই।
বুকের ভিতর আগুন নিয়ে কে ফোটাবে গোলাপ?
গরলমুখে গান হয় না তো―শুনবে কান্না-বিলাপ!
রূপ দেখে তোর মন ভরে না―দিন কাটে না সুখে,
শত চেষ্টায় সুর ঝরে না আগুনভরা মুখে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত ভৌমিক ২৫/০৯/২০২১
-
আলমগীর সরকার লিটন ২৫/০৯/২০২১বেশ বোধময় কবি দা
-
কায়সার মোহাম্মদ ইসলাম ২৫/০৯/২০২১আসলেই রূপ হচ্ছে মানুষের প্রধান শত্রু। এই বিষয়টি জোড়াল ভাবে ফুটিয়ে তোলার জন্য কবিকে ধন্যবাদ।
-
জামাল উদ্দিন জীবন ২৫/০৯/২০২১বেশ
-
ফয়জুল মহী ২৫/০৯/২০২১খুব সুন্দর লিখেছেন,
ধন্যবাদ কবি।
******
বাইরে রূপের বন্যা
ভেতরে গরল....
এমন মানুষ চাই না !
চাই, মানুষ সরল।
******