আর কোনোদিন
আর কোনোদিন
আর কোনোদিন ভালোবেসে ধরবো না তোর হাত,
অতীত দেখে বুঝলাম যে তুই কোন্ মানুষের জাত!
মেঘের মতো রঙবদলে খেলছে যারা খেলা,
সারাদিনে প্রেম করিয়া ভাঙবে সন্ধ্যাবেলা!
প্রেমের মানুষ ভিন্ন থাকে―মন থাকে তার বিশাল!
বাইরে সে যে গোলাপ ফোটায়―বুকে জ্বালায় মশাল।
আর কোনোদিন ভালোবেসে ধরবো না তোর হাত,
ছলা-কলায় পথ ভুলিয়া আর হবো না কাত।
আর কোনোদিন ভালোবেসে ধরবো না তোর হাত,
অতীত দেখে বুঝলাম যে তুই কোন্ মানুষের জাত!
মেঘের মতো রঙবদলে খেলছে যারা খেলা,
সারাদিনে প্রেম করিয়া ভাঙবে সন্ধ্যাবেলা!
প্রেমের মানুষ ভিন্ন থাকে―মন থাকে তার বিশাল!
বাইরে সে যে গোলাপ ফোটায়―বুকে জ্বালায় মশাল।
আর কোনোদিন ভালোবেসে ধরবো না তোর হাত,
ছলা-কলায় পথ ভুলিয়া আর হবো না কাত।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত ভৌমিক ২৬/০৯/২০২১
-
মাহতাব বাঙ্গালী ২৪/০৯/২০২১কুকুরের লেজ কখনো সোজা হয়না! জন্মগত প্রতারক কখনো ভালো হয়না। ছিনালী করা যার রক্তে মিশে গেছে সে আর যাই হোক ভালোবাসার পাত্রী হবেনা।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৩/০৯/২০২১অভিমানী মানুষ !
-
ফয়জুল মহী ২৩/০৯/২০২১সুন্দর লিখেছেন।
ধন্যবাদ।
************
ভুলবেন না কবি--
ছলনাতে আর,
এবার শক্ত হাতে
ধরুন নিজের দাঁড়।
****************