মাতাল হাওয়ায়
মাতাল হাওয়ায়
মাতাল হাওয়ায় মাতাল হয়ে ঘুরছে কত মাতাল!
এই মাতালদের বুকটা এখন ধান শুকানোর চাতাল!
এদের মনে স্বর্গ নাই যে―আছে শুধু ধান্দা,
কিতাব বলে এরাও নাকি আল্লাহতা’লার বান্দা!
পাপীর মনে মাতাল হাওয়ায় জাগে পাপের স্বপ্ন,
নেশার টানে যায় ছুটে যায় ভালোবাসার লগ্ন।
মাতাল হাওয়ায় মাতাল হয়ে ঘুরছে কত মাতাল!
এই মাতালদের বুকটা এখন ধান শুকানোর চাতাল!
এদের মনে স্বর্গ নাই যে―আছে শুধু ধান্দা,
কিতাব বলে এরাও নাকি আল্লাহতা’লার বান্দা!
পাপীর মনে মাতাল হাওয়ায় জাগে পাপের স্বপ্ন,
নেশার টানে যায় ছুটে যায় ভালোবাসার লগ্ন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত ভৌমিক ২৩/০৯/২০২১
-
মাহতাব বাঙ্গালী ২৩/০৯/২০২১সুন্দর লিখেছেন
-
বোরহানুল ইসলাম লিটন ২৩/০৯/২০২১অসামান্য প্রিয় কবি!
-
ফয়জুল মহী ২২/০৯/২০২১Excellent writen.
-
স্বপন রোজারিও (মাইকেল) ২২/০৯/২০২১সবই যেন মাতাল।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২২/০৯/২০২১দারুণ!
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২২/০৯/২০২১Sundor to...
*********
ভালো, খারাপ মানুষ
সবই তাঁর,
মৃত্যুর পর হয় বিচার।
********