দুঃখ যদি বেচা যেত
দুঃখ যদি বেচা যেত
দুঃখ বেচার দোকান যদি একটা-দুটো থাকতো,
মানুষ তবুও দুঃখ বেচে সুখ জমিয়ে রাখতো!
কষ্টগুলো কাউকে দিয়ে কেউ কি পাবে রেহাই?
দুঃখ-কষ্ট এই জীবনের ঘনিষ্ঠ যে বেহাই!
দুঃখ বেচার দোকান যদি একটা-দুটো থাকতো,
মানুষ তবুও দুঃখ বেচে সুখ জমিয়ে রাখতো!
কষ্টগুলো কাউকে দিয়ে কেউ কি পাবে রেহাই?
দুঃখ-কষ্ট এই জীবনের ঘনিষ্ঠ যে বেহাই!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২২/০৯/২০২১সুখ দুঃখ পাশাপাশি।
-
মাহতাব বাঙ্গালী ২২/০৯/২০২১আত্ম ভুলে
সুখ কিনতে গিয়ে
সবাই এখন
ক্রেতাহীন দুঃখ বাজারে! -
জামাল উদ্দিন জীবন ২২/০৯/২০২১সুন্দর।
-
সুব্রত ভৌমিক ২২/০৯/২০২১সুখ-দুঃখ মিলেই সুখ
শুধুই সুখে ভরেনা বুক। -
ফয়জুল মহী ২১/০৯/২০২১চমৎকার লেখা
ভালো লাগলো