মন যদি না বোঝে
মন যদি না বোঝে
কে বোঝাবে তাকে?
মনের গহীনে যে
মনটুকু আছে,
তাকে ধরবে খুব
সেই তোমাকে
পথ দেখাবে আজ।
কে বোঝাবে তাকে?
মনের গহীনে যে
মনটুকু আছে,
তাকে ধরবে খুব
সেই তোমাকে
পথ দেখাবে আজ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ২১/০৯/২০২১মন যদি না বোঝে তাকে বোঝাবার সাধ্যি কার আছে!
-
অভিজিৎ হালদার ২০/০৯/২০২১Ohh, valo feeling
-
সুদীপ্ত দাস ২০/০৯/২০২১বেশ ভালো লাগল ❤
-
সুব্রত ভৌমিক ২০/০৯/২০২১ঠিক লিখেছেন কবি।
*************
অন্তরের অন্তস্থল
বিবেকের বাসস্থল।
************ -
আলমগীর সরকার লিটন ২০/০৯/২০২১বেশ ভাবনা
-
ন্যান্সি দেওয়ান ২০/০৯/২০২১Sweet poem
-
ফয়জুল মহী ১৯/০৯/২০২১আকর্ষণীয় লেখা
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৯/০৯/২০২১মনের কথা এতো
বলা যায় কত?