বৃষ্টি পড়ে হিসাব করে
বৃষ্টি পড়ে হিসাব করে
সাইয়িদ রফিকুল হক
বৃষ্টি পড়ে হিসাব করে
মাপলে হবে কম,
বন্যাজলে বৃষ্টি পড়ে
বাড়ে লোকের যম।
আগের মতো একনাগাড়ে
বৃষ্টি দেখি নারে!
বিপদ দেখলে বৃষ্টি নাকি
একটু বেশি বাড়ে!
চাইলে বৃষ্টি আর পড়ে না
কোথায় যেন থাকে!
বৃষ্টি ছাড়াই মেঘগুলো সব
হুদাই কেমন ডাকে!
যখন বৃষ্টি চাইবে তুমি
নামবে নাতো তখন,
হঠাৎ বৃষ্টি নামবে যেন
আকাশ ভরে কখন!
বৃষ্টি পড়ে হিসাব করে
বৃষ্টি জানে রঙ্গ,
বৃষ্টিজলে হঠাৎ করেই
ভাসে সোনার বঙ্গ।
সাইয়িদ রফিকুল হক
১৫/০৯/২০২১
সাইয়িদ রফিকুল হক
বৃষ্টি পড়ে হিসাব করে
মাপলে হবে কম,
বন্যাজলে বৃষ্টি পড়ে
বাড়ে লোকের যম।
আগের মতো একনাগাড়ে
বৃষ্টি দেখি নারে!
বিপদ দেখলে বৃষ্টি নাকি
একটু বেশি বাড়ে!
চাইলে বৃষ্টি আর পড়ে না
কোথায় যেন থাকে!
বৃষ্টি ছাড়াই মেঘগুলো সব
হুদাই কেমন ডাকে!
যখন বৃষ্টি চাইবে তুমি
নামবে নাতো তখন,
হঠাৎ বৃষ্টি নামবে যেন
আকাশ ভরে কখন!
বৃষ্টি পড়ে হিসাব করে
বৃষ্টি জানে রঙ্গ,
বৃষ্টিজলে হঠাৎ করেই
ভাসে সোনার বঙ্গ।
সাইয়িদ রফিকুল হক
১৫/০৯/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Rashbehari Ghosh ১৮/০৯/২০২১দারুন লাগলো
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৭/০৯/২০২১অসাধারণ...বেশ ভালো লাগলো
-
সুব্রত ভৌমিক ১৭/০৯/২০২১ঠিক কথা কবিতায়,
বৃষ্টি নয় মানুষের দাস
আসে যায় ইচ্ছেমত
মানুষ করে হাহুতাশ। -
ফয়জুল মহী ১৬/০৯/২০২১অসাধারণ