মন চেনে না কেউ
মন চেনে না কেউ
সাইয়িদ রফিকুল হক
মনটাকে কেউ চেনে নাকো
সবাই চেনে দেহ আর দেহ!
মনগুলো তাই পড়ে থাকে
কলার খোসার মতো রাস্তায়!
মনটাকে ধুয়েমুছে আজ
কেউ করতে চায় না সাফ,
সবাই শুধু দেহ নিয়েই
পড়ে থাকে কত ব্যস্তভাবে!
দেহের প্রসাধনী বিকোয়
মনরাঙানোর কিছুই নাই!
সবাই আছে নিজের বুঝে
স্বার্থটুকু আদায় করতে।
মনের খবর কে নিবে রে?
সবাই চিনে গেছে আজ দেহ।
সাইয়িদ রফিকুল হক
১৪/০৯/২০২১
সাইয়িদ রফিকুল হক
মনটাকে কেউ চেনে নাকো
সবাই চেনে দেহ আর দেহ!
মনগুলো তাই পড়ে থাকে
কলার খোসার মতো রাস্তায়!
মনটাকে ধুয়েমুছে আজ
কেউ করতে চায় না সাফ,
সবাই শুধু দেহ নিয়েই
পড়ে থাকে কত ব্যস্তভাবে!
দেহের প্রসাধনী বিকোয়
মনরাঙানোর কিছুই নাই!
সবাই আছে নিজের বুঝে
স্বার্থটুকু আদায় করতে।
মনের খবর কে নিবে রে?
সবাই চিনে গেছে আজ দেহ।
সাইয়িদ রফিকুল হক
১৪/০৯/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ১৫/০৯/২০২১অনিন্দ্য সুন্দর লেখনী
-
জামাল উদ্দিন জীবন ১৫/০৯/২০২১ভালো
-
ফয়জুল মহী ১৪/০৯/২০২১সুন্দর উপস্থাপন।
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৪/০৯/২০২১Fantastic!