এসো হাত ধরি
এসো হাত ধরি
সাইয়িদ রফিকুল হক
এসো হাত ধরি
আর ভালোবাসি।
মনের ভিতরে
যে মনটি আছে
সেটি খুলে বসি।
মনটা রাঙাই
মনের রঙেই।
ভালোবাসাটাকে
রঙিন করবো
মনগভীরের
নিষ্পাপ-রঙে।
এসো হাত ধরি
খুব ভালোবাসি।
সাইয়িদ রফিকুল হক
১৩/০৯/২০২১
সাইয়িদ রফিকুল হক
এসো হাত ধরি
আর ভালোবাসি।
মনের ভিতরে
যে মনটি আছে
সেটি খুলে বসি।
মনটা রাঙাই
মনের রঙেই।
ভালোবাসাটাকে
রঙিন করবো
মনগভীরের
নিষ্পাপ-রঙে।
এসো হাত ধরি
খুব ভালোবাসি।
সাইয়িদ রফিকুল হক
১৩/০৯/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৪/০৯/২০২১দারুণ
-
জামাল উদ্দিন জীবন ১৪/০৯/২০২১ভালো
-
মোহাম্মদ আফজাল হোসেন মাসুম ১৪/০৯/২০২১পড়ে খুব ভালো লাগল
-
ফয়জুল মহী ১৩/০৯/২০২১অসাধারণ
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৩/০৯/২০২১ভালোবাসার কবিতা।