প্রেমমুখী মানুষেরা আজ পালিয়ে যাও
প্রেমমুখী মানুষেরা আজ পালিয়ে যাও
সাইয়িদ রফিকুল হক
বুকভরা ভালোবাসা আর পাবে না কেউ
ভালোবাসা মরে গেছে খোঁজ নাই তার!
নামটুকু চাটে আজ ছলনার কুকুরেরা
ভালোবাসা কোনোদিন জাগবে না আর।
কবে কোন্ যুবকেরা ভালোবেসেছিল যে
এই পৃথিবীর কেউ মনে রাখবে না তাও!
লুটেরার পৃথিবীতে ভালোবাসা জাগে না
প্রেমমুখী মানুষেরা আজ পালিয়ে যাও।
খাদ্যলোভীদেরই আজ সুখের দিন
তাদের হাতে বন্দি হয়ে আছে পৃথিবী,
ইতর-লোভী-শঠেরা এখন রচিতেছে
নতুন প্রজন্মের রঙিন সব ছবি!
ভালোবাসা নাই বুকে তবুও সে প্রেমিক
নিষ্ঠুর মানুষের হাতে ন্যায়দণ্ড,
মানুষগড়ার পথে কুশীলব সেজেছে
বিবেকহীন জ্ঞাতির যত সব ভণ্ড।
সাইয়িদ রফিকুল হক
০৯/০৯/২০২১
সাইয়িদ রফিকুল হক
বুকভরা ভালোবাসা আর পাবে না কেউ
ভালোবাসা মরে গেছে খোঁজ নাই তার!
নামটুকু চাটে আজ ছলনার কুকুরেরা
ভালোবাসা কোনোদিন জাগবে না আর।
কবে কোন্ যুবকেরা ভালোবেসেছিল যে
এই পৃথিবীর কেউ মনে রাখবে না তাও!
লুটেরার পৃথিবীতে ভালোবাসা জাগে না
প্রেমমুখী মানুষেরা আজ পালিয়ে যাও।
খাদ্যলোভীদেরই আজ সুখের দিন
তাদের হাতে বন্দি হয়ে আছে পৃথিবী,
ইতর-লোভী-শঠেরা এখন রচিতেছে
নতুন প্রজন্মের রঙিন সব ছবি!
ভালোবাসা নাই বুকে তবুও সে প্রেমিক
নিষ্ঠুর মানুষের হাতে ন্যায়দণ্ড,
মানুষগড়ার পথে কুশীলব সেজেছে
বিবেকহীন জ্ঞাতির যত সব ভণ্ড।
সাইয়িদ রফিকুল হক
০৯/০৯/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নবীন মাহমুদ ১১/০৯/২০২১
-
অভিজিৎ হালদার ১০/০৯/২০২১ভালো লাগলো
-
সুব্রত ভৌমিক ১০/০৯/২০২১একদম হক্ কথা,
জীবে প্রেম মৃতপ্রায়
কিন্তু অর্থে প্রেম!!
পোঁছেছে প্রায় চূড়ায়। -
স্বপন রোজারিও (মাইকেল) ১০/০৯/২০২১Beautiful.
-
ফয়জুল মহী ১০/০৯/২০২১সুন্দর লেখা ,
ভীষণ ভালো লাগলো
দেশপ্রেমিকেরা আজ সবাই পালিয়ে ই গেছেন প্রিয় কবি।
কোথায় গেলে যে তাদের পাই ........