বাদাম খাবো মনের সুখে
বাদাম খাবো মনের সুখে
সাইয়িদ রফিকুল হক
শত্রুরূপী আপনজন থাকার চেয়ে না-থাকাই ভালো!
প্রতারকের সঙ্গ ছেড়ে একা থাকাই অনেক ভালো।
বাতাসে আজ লোকদেখানো ভালোবাসার ছড়াছড়ি!
কোথাও নাই ভালো মনের একটু স্নিগ্ধ দৃষ্টি।
বুকটা তবু কাঁদে একটু ভালোবাসার পরশ পেতে!
কিন্তু দেখি হাত বাড়ালে পাচ্ছি যত ধোঁকাবাজ যে!
মনকে আজ বলছি ডেকে আর কোরো না স্বজনের আশা,
তারচে ভালো তুমি আমার চিরদিনের বন্ধু হয়ো।
মনটা যদি বন্ধু হয়ে হাত বাড়ায় একনিমিষে দুঃখ ভুলবো।
ধোঁকাবাজের সঙ্গ ছেড়ে একা চলার আনন্দ যে অনেক আছে,
একলা হয়ে একলা চলে একলা পথে বাদাম খাবো মনের সুখে!
আরও আছে চিন্তাহীন চিরসুখের ধারণাতীত এক জীবন।
সাইয়িদ রফিকুল হক
০৮/০৯/২০২১
সাইয়িদ রফিকুল হক
শত্রুরূপী আপনজন থাকার চেয়ে না-থাকাই ভালো!
প্রতারকের সঙ্গ ছেড়ে একা থাকাই অনেক ভালো।
বাতাসে আজ লোকদেখানো ভালোবাসার ছড়াছড়ি!
কোথাও নাই ভালো মনের একটু স্নিগ্ধ দৃষ্টি।
বুকটা তবু কাঁদে একটু ভালোবাসার পরশ পেতে!
কিন্তু দেখি হাত বাড়ালে পাচ্ছি যত ধোঁকাবাজ যে!
মনকে আজ বলছি ডেকে আর কোরো না স্বজনের আশা,
তারচে ভালো তুমি আমার চিরদিনের বন্ধু হয়ো।
মনটা যদি বন্ধু হয়ে হাত বাড়ায় একনিমিষে দুঃখ ভুলবো।
ধোঁকাবাজের সঙ্গ ছেড়ে একা চলার আনন্দ যে অনেক আছে,
একলা হয়ে একলা চলে একলা পথে বাদাম খাবো মনের সুখে!
আরও আছে চিন্তাহীন চিরসুখের ধারণাতীত এক জীবন।
সাইয়িদ রফিকুল হক
০৮/০৯/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত ভৌমিক ০৯/০৯/২০২১
-
নবীন মাহমুদ ০৮/০৯/২০২১একলা জীবন আসলে ই ভীষণ আনন্দের।
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৮/০৯/২০২১প্রতারক থেকে সাবধান।
সঠিক বার্তা।