বুকপানিতে নামতে হয় না
বুকপানিতে নামতে হয় না
সাইয়িদ রফিকুল হক
বুকপানিতে নামতে তুমি পারবে নাতো জানি,
লোকসমাজে তুমি আবার অনেক বড় মানী!
মানী-লোকের মান খোয়ালে আর কী থাকে বাকি?
ইজ্জতদারের পাওনাটুকু আড়াল করেই রাখি।
সত্য তবে হাল ছাড়ে না―আঘাত করে ঢাকে!
সাড়া তখন দিতেই হয় যে―সত্য যখন ডাকে।
বুকের ব্যথা বাড়বে কিনা দেখবে নাতো সত্য,
ধরা পড়লে মিথ্যা তোমার বলবে সকল তত্ত্ব।
লজ্জা যদি থাকে বন্ধু―হাত দিয়ো না আগে,
হাত পুড়িবে মন পুড়িবে মিথ্যা বলার ভাগে!
সত্য হলো বেজায় কঠিন―ধরলে পাবে মুক্তি,
হৃদমিনারে ধ্বংস হবে মিথ্যা বলার যুক্তি।
বুকপানিতে নামতে হয় না―সত্য আঁকড়ে ধরলে,
নাম যে তোমার রওশন হবে―হঠাৎ তুমি মরলে।
চিরতরে বাঁচার সুযোগ ঠেলবে কেন পায়ে?
সত্য বলার অপরাধে ভয় পেয়ো না ঘায়ে।
সাইয়িদ রফিকুল হক
০৭/০৯/২০২১
সাইয়িদ রফিকুল হক
বুকপানিতে নামতে তুমি পারবে নাতো জানি,
লোকসমাজে তুমি আবার অনেক বড় মানী!
মানী-লোকের মান খোয়ালে আর কী থাকে বাকি?
ইজ্জতদারের পাওনাটুকু আড়াল করেই রাখি।
সত্য তবে হাল ছাড়ে না―আঘাত করে ঢাকে!
সাড়া তখন দিতেই হয় যে―সত্য যখন ডাকে।
বুকের ব্যথা বাড়বে কিনা দেখবে নাতো সত্য,
ধরা পড়লে মিথ্যা তোমার বলবে সকল তত্ত্ব।
লজ্জা যদি থাকে বন্ধু―হাত দিয়ো না আগে,
হাত পুড়িবে মন পুড়িবে মিথ্যা বলার ভাগে!
সত্য হলো বেজায় কঠিন―ধরলে পাবে মুক্তি,
হৃদমিনারে ধ্বংস হবে মিথ্যা বলার যুক্তি।
বুকপানিতে নামতে হয় না―সত্য আঁকড়ে ধরলে,
নাম যে তোমার রওশন হবে―হঠাৎ তুমি মরলে।
চিরতরে বাঁচার সুযোগ ঠেলবে কেন পায়ে?
সত্য বলার অপরাধে ভয় পেয়ো না ঘায়ে।
সাইয়িদ রফিকুল হক
০৭/০৯/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত ভৌমিক ১৩/০৯/২০২১
-
তাবেরী ০৮/০৯/২০২১সুন্দর
-
জামাল উদ্দিন জীবন ০৮/০৯/২০২১সুন্দর
-
ফয়জুল মহী ০৭/০৯/২০২১অপূর্ব সুন্দর লিখেছেন ।
-
মোহাম্মদ আফজাল হোসেন মাসুম ০৭/০৯/২০২১অনুপম। মুগ্ধতা একরাশ।
সত্যই সুন্দর
সত্যই শেষ কথা।