আত্মপ্রেম
আত্মপ্রেম
সাইয়িদ রফিকুল হক
অভাগার ছায়া দেখে সবাই পালায় ভয়ে
কেউ পাশে দাঁড়াবে না তোমার বিপদ সয়ে।
সকলেই আছে শুধু উপরে ভাব দেখাতে,
ভিতরে মায়া কারও আছে দরদ-মাখাতে?
জগতে সবাই পর―আপন তোমার তুমি,
নিজেকেই ভালোবেসে গড়ো হে স্বর্গভূমি।
তোমার নিজের কথা বিশ্বাস করা চাই,
জগতে তোমার চেয়ে আপন কেহই নাই।
নিজের জন্য ভাবো―আর ভাবো পর-দুখ,
তোমার ভালোবাসায় সবাই পাবে যে সুখ।
আত্মপ্রেমে মজিলে দেখা পাবে সুপথের,
দরবেশ হয়ে তুমি পথ পাবে সত্যের।
সাইয়িদ রফিকুল হক
০৬/০৮/২০২১
সাইয়িদ রফিকুল হক
অভাগার ছায়া দেখে সবাই পালায় ভয়ে
কেউ পাশে দাঁড়াবে না তোমার বিপদ সয়ে।
সকলেই আছে শুধু উপরে ভাব দেখাতে,
ভিতরে মায়া কারও আছে দরদ-মাখাতে?
জগতে সবাই পর―আপন তোমার তুমি,
নিজেকেই ভালোবেসে গড়ো হে স্বর্গভূমি।
তোমার নিজের কথা বিশ্বাস করা চাই,
জগতে তোমার চেয়ে আপন কেহই নাই।
নিজের জন্য ভাবো―আর ভাবো পর-দুখ,
তোমার ভালোবাসায় সবাই পাবে যে সুখ।
আত্মপ্রেমে মজিলে দেখা পাবে সুপথের,
দরবেশ হয়ে তুমি পথ পাবে সত্যের।
সাইয়িদ রফিকুল হক
০৬/০৮/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জামাল উদ্দিন জীবন ০৮/০৯/২০২১জীবন সুখের বার্তা খুঁজে পাক এই কামনা করি।
-
সুব্রত ভৌমিক ০৭/০৯/২০২১আত্মপ্রেম খুব ভালো কথা
যদি বাদ থাকে স্বার্থপরতা।
জীবন পায় সুখের বার্তা।