ভালোবাসার কথা বলে
ভালোবাসার কথা বলে দিয়ো নাকো বন্ধু লজ্জা,
ভালোবাসা আজ পরাধীন বাইরে শুধু সাজসজ্জা!
মানুষের মন ভালোবাসতে চায় না এখন আগের মতো,
আত্মস্বার্থে সবাই এখন কেমন করে হচ্ছে ভীষণ নতো!
ভালোবাসা আজ পরাধীন বাইরে শুধু সাজসজ্জা!
মানুষের মন ভালোবাসতে চায় না এখন আগের মতো,
আত্মস্বার্থে সবাই এখন কেমন করে হচ্ছে ভীষণ নতো!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত ভৌমিক ২০/০৯/২০২১
-
অভিজিৎ হালদার ০৬/০৯/২০২১সুন্দর লিখেছেন
-
বোরহানুল ইসলাম লিটন ০৬/০৯/২০২১কৃত্রিমতায় ভরে গেছে প্রিয় কবি।
-
ফয়জুল মহী ০৫/০৯/২০২১বাহ অপূর্ব
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৫/০৯/২০২১This is Reality
********
সবার উপর এখন স্বার্থ
তার উপরে কিছু নাই।