হ্রাস-বৃদ্ধি
সবই বাড়ে-কমে, জীবনের এই জোয়ার-ভাটায়,
টেনশন কখনো কমে না কারও একটুখানি!
টেনশন বাড়েই! টেনশন থাকে উর্ধ্বমুখী হয়ে।
আশাও ভেঙে যায় কতরকমের ছলনার জালে
বিশ্বাসও কমে, ঘাতকদের আনাগোনায়।
আর বাড়ে হতাশা। এর কোনো শেষ নাই।
টেনশন কখনো কমে না কারও একটুখানি!
টেনশন বাড়েই! টেনশন থাকে উর্ধ্বমুখী হয়ে।
আশাও ভেঙে যায় কতরকমের ছলনার জালে
বিশ্বাসও কমে, ঘাতকদের আনাগোনায়।
আর বাড়ে হতাশা। এর কোনো শেষ নাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিজিৎ হালদার ০৩/০৯/২০২১ভালো
-
ফয়জুল মহী ০৩/০৯/২০২১মুগ্ধকর প্রকাশ ।