কথা বলা বাকি
কথা বলা বাকি
কত কথা বলা বাকি যেন! মনে আছে সবটাই
শুধু বলার বলার মতো সময়টুকু যে চাই।
এই জীবনের এত কথা বলা যাবে কি অল্পে?
সন্ধ্যা ঘনিয়ে আসবেই জীবনের গল্পে!
কত কথা বলা বাকি যেন! মনে আছে সবটাই
শুধু বলার বলার মতো সময়টুকু যে চাই।
এই জীবনের এত কথা বলা যাবে কি অল্পে?
সন্ধ্যা ঘনিয়ে আসবেই জীবনের গল্পে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিজিৎ হালদার ০২/০৯/২০২১ভালো
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০২/০৯/২০২১বেশ!
-
রিয়াজুল করিম সিকদার ০২/০৯/২০২১বাহ সুন্দর
-
স্বপন রোজারিও (মাইকেল) ০১/০৯/২০২১অত্যন্ত মনোমুগ্ধকর।
-
ফয়জুল মহী ০১/০৯/২০২১সুষমামণ্ডিত কথামালা