বিকিনিসেবীরা
বিকিনিসেবীরা
সাইয়িদ রফিকুল হক
রোদ-সঙ্গমে কী সুখ পাও হে
বিকিনিসেবীরা? বলতে কি পারো?
বালুভরা-রোদে পুড়তে-পুড়তে
তোমরা যাচ্ছো কোন্ সে স্বর্গে?
গৃহকোণে বসে পুস্তকপাঠে
মন বসে নাকো তোমাদের আর!
স্বল্পবসনে কত সুধা আছে
তোমাদের মনে! তৃষ্ণা মেটে না।
প্রতিদিন তাই খুব ভালোবেসে
রোদ-সঙ্গমে মত্ত হচ্ছো।
সভ্যতা বুঝি তোমাদের হাতে
আর পদতলে খুব মার খায়!
আজ তোমাদের বালুকাবেলায়
ভদ্রতা খায় জোরে ডিগবাজি!
সভ্যতা-জাল ফেলেছো তোমরা
কত জনপদে আর দেশে-দেশে,
অনেকে পুড়ছে রোদ-সঙ্গমে।
সাইয়িদ রফিকুল হক
৩১/০৮/২০২১
সাইয়িদ রফিকুল হক
রোদ-সঙ্গমে কী সুখ পাও হে
বিকিনিসেবীরা? বলতে কি পারো?
বালুভরা-রোদে পুড়তে-পুড়তে
তোমরা যাচ্ছো কোন্ সে স্বর্গে?
গৃহকোণে বসে পুস্তকপাঠে
মন বসে নাকো তোমাদের আর!
স্বল্পবসনে কত সুধা আছে
তোমাদের মনে! তৃষ্ণা মেটে না।
প্রতিদিন তাই খুব ভালোবেসে
রোদ-সঙ্গমে মত্ত হচ্ছো।
সভ্যতা বুঝি তোমাদের হাতে
আর পদতলে খুব মার খায়!
আজ তোমাদের বালুকাবেলায়
ভদ্রতা খায় জোরে ডিগবাজি!
সভ্যতা-জাল ফেলেছো তোমরা
কত জনপদে আর দেশে-দেশে,
অনেকে পুড়ছে রোদ-সঙ্গমে।
সাইয়িদ রফিকুল হক
৩১/০৮/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিজিৎ হালদার ০১/০৯/২০২১ভালো ভাবনা
-
আমান শেখ ০১/০৯/২০২১বেশ লিখেছেন প্রিয় কবি।
-
Md. Rayhan Kazi ০১/০৯/২০২১দারুন
-
জামাল উদ্দিন জীবন ০১/০৯/২০২১সভ্যতার নামে অসভ্যতার ভিন্ন রুপ।
-
আলমগীর সরকার লিটন ০১/০৯/২০২১সেই সুখ ত কেউ জানে না কবি দা অনেক সুন্দর কাব্যিক
-
ফয়জুল মহী ৩১/০৮/২০২১অনুপম সৃজন।