www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিকিনিসেবীরা

বিকিনিসেবীরা
সাইয়িদ রফিকুল হক

রোদ-সঙ্গমে কী সুখ পাও হে
বিকিনিসেবীরা? বলতে কি পারো?
বালুভরা-রোদে পুড়তে-পুড়তে
তোমরা যাচ্ছো কোন্ সে স্বর্গে?

গৃহকোণে বসে পুস্তকপাঠে
মন বসে নাকো তোমাদের আর!
স্বল্পবসনে কত সুধা আছে
তোমাদের মনে! তৃষ্ণা মেটে না।

প্রতিদিন তাই খুব ভালোবেসে
রোদ-সঙ্গমে মত্ত হচ্ছো।
সভ্যতা বুঝি তোমাদের হাতে
আর পদতলে খুব মার খায়!

আজ তোমাদের বালুকাবেলায়
ভদ্রতা খায় জোরে ডিগবাজি!
সভ্যতা-জাল ফেলেছো তোমরা
কত জনপদে আর দেশে-দেশে,
অনেকে পুড়ছে রোদ-সঙ্গমে।

সাইয়িদ রফিকুল হক
৩১/০৮/২০২১
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৫৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/০৮/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast