মনভুলানো কথার কথা
মনভুলানো কথার কথা
সাইয়িদ রফিকুল হক
মনভুলানো কথার কথা
আর বোলো না,
মায়াহীনের মেকি কথায়
মন ভরে না।
মনগভীরে জমলে কথা
বলবে হেসে,
হাসিগানে ভাবটা জমবে
বেলাশেষে।
মনভুলানো কথার কথা
কেউ তো খায় না,
মেকি কথার কাছের মানুষ
কাছে রয় না!
সাইয়িদ রফিকুল হক
৩০/০৮/২০২১
সাইয়িদ রফিকুল হক
মনভুলানো কথার কথা
আর বোলো না,
মায়াহীনের মেকি কথায়
মন ভরে না।
মনগভীরে জমলে কথা
বলবে হেসে,
হাসিগানে ভাবটা জমবে
বেলাশেষে।
মনভুলানো কথার কথা
কেউ তো খায় না,
মেকি কথার কাছের মানুষ
কাছে রয় না!
সাইয়িদ রফিকুল হক
৩০/০৮/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিজিৎ হালদার ০১/০৯/২০২১বেশ আবেশময় অনুভূতি
-
আলমগীর সরকার লিটন ৩১/০৮/২০২১বেশ বোধময়
-
ফয়জুল মহী ৩০/০৮/২০২১অপার মুগ্ধতা কবি।
-
স্বপন রোজারিও (মাইকেল) ৩০/০৮/২০২১You are right.