আমাকে কেন মানুষ বলো
আমাকে কেন মানুষ বলো?
সাইয়িদ রফিকুল হক
আমাকে কেন মানুষ বলো?
আমি তো আর মানুষ নই!
আমি এখন কেরোসিনের এক জলন্ত প্রদীপ।
আমার দেহভাণ্ডারটি
কেরোসিনের তপ্ত চুলা,
একদিন হয়তো ছিলাম এই মাটির মানুষ।
আমার আজ মনে পড়ে না
কবে আমি মানুষ ছিলাম!
হয়তো-বা কোনো-একদিন আমি মানুষ হয়ে ছিলাম!
পৃথিবীর মানুষের চাপে
আজ আমি যে ফাটা বেলুন।
আমি আর উড়তে পারি না সুনীলআকাশে ডানা মেলে।
অর্থসম্পদ না-পেয়ে
দাঁড়াতে পারিনি যে সমাজে!
মানবের মাঝে আমি পাপী, আমাকে কেন মানুষ বলো?
সাইয়িদ রফিকুল হক
২৮/০৮/২০২১
সাইয়িদ রফিকুল হক
আমাকে কেন মানুষ বলো?
আমি তো আর মানুষ নই!
আমি এখন কেরোসিনের এক জলন্ত প্রদীপ।
আমার দেহভাণ্ডারটি
কেরোসিনের তপ্ত চুলা,
একদিন হয়তো ছিলাম এই মাটির মানুষ।
আমার আজ মনে পড়ে না
কবে আমি মানুষ ছিলাম!
হয়তো-বা কোনো-একদিন আমি মানুষ হয়ে ছিলাম!
পৃথিবীর মানুষের চাপে
আজ আমি যে ফাটা বেলুন।
আমি আর উড়তে পারি না সুনীলআকাশে ডানা মেলে।
অর্থসম্পদ না-পেয়ে
দাঁড়াতে পারিনি যে সমাজে!
মানবের মাঝে আমি পাপী, আমাকে কেন মানুষ বলো?
সাইয়িদ রফিকুল হক
২৮/০৮/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিধান চন্দ্র ধর ২৯/০৮/২০২১চমৎকার প্রকাশ
-
অভিজিৎ হালদার ২৯/০৮/২০২১ভালো ভাবনার বহিঃপ্রকাশ করেছেন
-
ফয়জুল মহী ২৮/০৮/২০২১সুগভীর ভাবের প্রকাশ ঘটেছে কবিতায়। শুভ কামনা রইলো প্রিয়জন।
-
আমান শেখ ২৮/০৮/২০২১অসাধারণ লিখেছেন বাস্তবতা নিয়ে।
-
কবি অন্তর চন্দ্র ২৮/০৮/২০২১Best.
-
তাবেরী ২৮/০৮/২০২১বেশ!
-
ন্যান্সি দেওয়ান ২৮/০৮/২০২১Good