রোদের খেলা
রোদের খেলা
সাইয়িদ রফিকুল হক
সকালের রোদে কী দারুণ ঘ্রাণ!
সোনালি-রঙের মিঠেকড়া রোদ।
মচমচে রোদ পাচ্ছি দুপুরে,
গায়ের চামড়া পুড়ে আসে যেন!
তবু লাগে ভালো! কী যে মধুমাখা!
আকাশের মেঘ মাঝেমাঝে ভালো
তবে পৃথিবীতে ভালো লাগে শুধু
ঝলমলে রোদ। পল্লীর রোদে
কত ভিটামিন! নাই ধুলোবালি।
শহরের রোদে দূষিত কত কী!
পল্লী-শহরে রোদের খেলাটা
জমে ওঠে যেন নিজের খুশিতে।
মানুষের মন বোঝে না রোদ যে!
তবু ভালো লাগে পৃথিবীর রোদ।
সাইয়িদ রফিকুল হক
২৭/০৮/২০২১
সাইয়িদ রফিকুল হক
সকালের রোদে কী দারুণ ঘ্রাণ!
সোনালি-রঙের মিঠেকড়া রোদ।
মচমচে রোদ পাচ্ছি দুপুরে,
গায়ের চামড়া পুড়ে আসে যেন!
তবু লাগে ভালো! কী যে মধুমাখা!
আকাশের মেঘ মাঝেমাঝে ভালো
তবে পৃথিবীতে ভালো লাগে শুধু
ঝলমলে রোদ। পল্লীর রোদে
কত ভিটামিন! নাই ধুলোবালি।
শহরের রোদে দূষিত কত কী!
পল্লী-শহরে রোদের খেলাটা
জমে ওঠে যেন নিজের খুশিতে।
মানুষের মন বোঝে না রোদ যে!
তবু ভালো লাগে পৃথিবীর রোদ।
সাইয়িদ রফিকুল হক
২৭/০৮/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিজিৎ হালদার ২৮/০৮/২০২১ভালো
-
জামাল উদ্দিন জীবন ২৮/০৮/২০২১সুন্দর লেখা।
-
ফয়জুল মহী ২৭/০৮/২০২১খুব সুন্দর লিখেছেন l
বেশ ভালো লাগলো -
স্বপন রোজারিও (মাইকেল) ২৭/০৮/২০২১Excellent
-
অনিমেষ চক্রবর্তী ২৭/০৮/২০২১Darun