কটুকথা
কটুকথা
সাইয়িদ রফিকুল হক
দিনে-রাতে বারেবারে
কেঁপে ওঠে পাঁজরা,
কটুকথা শুনে-শুনে
বুকটা হলো ঝাঁজরা।
কারও-কারও মুখে আছে
খুন-আগুনের গোলা,
বিষেভরা কটুবাক্য
যায় নাকো তাই ভোলা।
ওই পাপীদের কণ্ঠ শুনে
মন কাঁদে যে বারবার,
বিষেভরা মুখের কথা
কে শুনবে রে আরবার?
সাইয়িদ রফিকুল হক
২৫/০৮/২০২১
সাইয়িদ রফিকুল হক
দিনে-রাতে বারেবারে
কেঁপে ওঠে পাঁজরা,
কটুকথা শুনে-শুনে
বুকটা হলো ঝাঁজরা।
কারও-কারও মুখে আছে
খুন-আগুনের গোলা,
বিষেভরা কটুবাক্য
যায় নাকো তাই ভোলা।
ওই পাপীদের কণ্ঠ শুনে
মন কাঁদে যে বারবার,
বিষেভরা মুখের কথা
কে শুনবে রে আরবার?
সাইয়িদ রফিকুল হক
২৫/০৮/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ২৬/০৮/২০২১বেশ ভাবনাময়
-
ফয়জুল মহী ২৬/০৮/২০২১Very excellent
-
শমসের শেখ ২৫/০৮/২০২১কটুকথা নিয়ে কবির অসাধারণ প্রকাশ।
-
আমান শেখ ২৫/০৮/২০২১সুন্দর লিখেছেন।