জীবনদুঃখ
জীবনদুঃখ
সাইয়িদ রফিকুল হক
কতবার ভেবেছি জিতে যাবো এবার,
হেরে গিয়েছি তাও, জেতা হয়নি আর!
ভালোবাসার জোর কম ছিল হয়তো,
বারবার এভাবে হেরে যাই নয়তো!
নিজের অধিকার চেয়েছিলাম শুধু,
সবই হারালাম বিষ হলো যে মধু!
ভাগ্যটা যখন নেমে আসে ভূতলে,
সকলেই তখন ডুবে যায় অতলে।
জীবনদুঃখ যে কেন আসে ঘনিয়ে!
কে দিবে ইতিহাসে সব কথা জানিয়ে?
সাইয়িদ রফিকুল হক
২৩/০৮/২০২১
সাইয়িদ রফিকুল হক
কতবার ভেবেছি জিতে যাবো এবার,
হেরে গিয়েছি তাও, জেতা হয়নি আর!
ভালোবাসার জোর কম ছিল হয়তো,
বারবার এভাবে হেরে যাই নয়তো!
নিজের অধিকার চেয়েছিলাম শুধু,
সবই হারালাম বিষ হলো যে মধু!
ভাগ্যটা যখন নেমে আসে ভূতলে,
সকলেই তখন ডুবে যায় অতলে।
জীবনদুঃখ যে কেন আসে ঘনিয়ে!
কে দিবে ইতিহাসে সব কথা জানিয়ে?
সাইয়িদ রফিকুল হক
২৩/০৮/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমান শেখ ২৪/০৮/২০২১অল্প কথায় অসাধারণ প্রকাশ।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৪/০৮/২০২১অসাধারণ
-
Md. Rayhan Kazi ২৪/০৮/২০২১মনোমুগ্ধকর
-
আলমগীর সরকার লিটন ২৪/০৮/২০২১বেশ ভাবনাময়
-
জামাল উদ্দিন জীবন ২৪/০৮/২০২১সুন্দর
-
ফয়জুল মহী ২৩/০৮/২০২১অপূর্ব