সুখ নাই
সুখ নাই
সাইয়িদ রফিকুল হক
সুখ নাই সুখ নাই সারাদিন চিৎকার,
তবুও সুখ মেলে না! সুখ থাকে কার বাড়ি?
কোথায় যে থাকে সুখ! অনেক খুঁজেও তাকে
একটু কাছে পায় না খানবাড়ির বড়বৌ!
সুখ তো সবার কাছে ধরা দেয় না কখনো,
সুখের আছে ফুর্তি! সব বাড়িতে যায় না।
খানবাড়ির বড়বৌ কেঁদে মরে রোজ কত
একটু সুখের আশে! তবুও মেলে না সুখ!
সকল প্রাণে বেদনা সুখ নাই সুখ নাই!
সুখ থাকে কার বাড়ি? সুখ কেন অভিমানী!
একটু সুখের আশে আর কতদিন ওরা
এমন করে কাঁদবে? তোমরা কি কেউ জানো
সুখের ওই ঠিকানা? তবে সকলের আগে
সুখের ঠিকানা বোলো খাঁবাড়ির বড়বৌকে।
সুখ নাই সুখ নাই আর কত চিৎকার
শুনতে হবে এভাবে? মানবমনের সুখ
কোথায় যে উড়ে গেল! কত প্রাচুর্য আজ!
তবুও সুখ-অভাব! আর কেঁদো না মানুষ,
চেয়ে দেখো অভাবীর বিবর্ণ চেহারাটা,
আক্ষেপ থাকবে না, তুমিও হবে মানুষ।
সাইয়িদ রফিকুল হক
২২/০৮/২০২১
সাইয়িদ রফিকুল হক
সুখ নাই সুখ নাই সারাদিন চিৎকার,
তবুও সুখ মেলে না! সুখ থাকে কার বাড়ি?
কোথায় যে থাকে সুখ! অনেক খুঁজেও তাকে
একটু কাছে পায় না খানবাড়ির বড়বৌ!
সুখ তো সবার কাছে ধরা দেয় না কখনো,
সুখের আছে ফুর্তি! সব বাড়িতে যায় না।
খানবাড়ির বড়বৌ কেঁদে মরে রোজ কত
একটু সুখের আশে! তবুও মেলে না সুখ!
সকল প্রাণে বেদনা সুখ নাই সুখ নাই!
সুখ থাকে কার বাড়ি? সুখ কেন অভিমানী!
একটু সুখের আশে আর কতদিন ওরা
এমন করে কাঁদবে? তোমরা কি কেউ জানো
সুখের ওই ঠিকানা? তবে সকলের আগে
সুখের ঠিকানা বোলো খাঁবাড়ির বড়বৌকে।
সুখ নাই সুখ নাই আর কত চিৎকার
শুনতে হবে এভাবে? মানবমনের সুখ
কোথায় যে উড়ে গেল! কত প্রাচুর্য আজ!
তবুও সুখ-অভাব! আর কেঁদো না মানুষ,
চেয়ে দেখো অভাবীর বিবর্ণ চেহারাটা,
আক্ষেপ থাকবে না, তুমিও হবে মানুষ।
সাইয়িদ রফিকুল হক
২২/০৮/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তামিম ইসলাম ২৩/০৮/২০২১সুন্দর, প্রিয় কবি♥️
-
আলমগীর সরকার লিটন ২৩/০৮/২০২১সুন্দর
-
ফয়জুল মহী ২২/০৮/২০২১সুখপাঠ্য I
-
অভিজিৎ হালদার ২২/০৮/২০২১ভালো ভাবনা