বেঁচে আছি আজো
বেঁচে আছি আজো
সাইয়িদ রফিকুল হক
বেঁচে আছি আজো আমি! বেঁচে আছি আজো আমি!
এই মহামারীকালে! এই কঠিন সময়ে।
এই বড় আনন্দ। জীবনের কথকতা এখনো চলছে সুখে,
মানুষের মাঝে আমি এখনো যে বেঁচে আছি!
নিভে গেল কত শত জীবনপ্রদীপখানি।
চোখের সামনে দেখি, মানুষের কত লাশ!
কালঘুমে শোয় গোরে! স্বজনের চোখ ভাসে
এক নদী হাহাকারে! কষ্টবুকে স্বজন
বসে আছে কোনোখানে অসীম ধৈর্য নিয়ে।
সবাই ভাবছে এখন, বেঁচে আছি আজো আমি!
বেঁচে আছি আজো আমি! বেঁচে আছি আজো আমি!
থেমে যায়নি আমার জীবনের গল্পটা।
কতদিন দেখি নাকো প্রিয়মুখের হাসিটা!
কোথায় পালাল সব? কে গিলে খাচ্ছে সব?
হাসি নাই, গান নাই! ভালোবাসা নাই কোনো!
শুধু বাঁচার চেষ্টা। সবাই বাঁচতে চায়।
গাছের পাতার মতো ঝরে যায় প্রিয়জন!
বুক ভেঙে কাঁদি শুধু! কে আগে কে পরে যাবে?
কেউ জানে না এখন! শুধু জানে যেতে হবে।
সবাই ভাবছে এখন, বেঁচে আছি আজো আমি!
সাইয়িদ রফিকুল হক
২০/০৮/২০২১
সাইয়িদ রফিকুল হক
বেঁচে আছি আজো আমি! বেঁচে আছি আজো আমি!
এই মহামারীকালে! এই কঠিন সময়ে।
এই বড় আনন্দ। জীবনের কথকতা এখনো চলছে সুখে,
মানুষের মাঝে আমি এখনো যে বেঁচে আছি!
নিভে গেল কত শত জীবনপ্রদীপখানি।
চোখের সামনে দেখি, মানুষের কত লাশ!
কালঘুমে শোয় গোরে! স্বজনের চোখ ভাসে
এক নদী হাহাকারে! কষ্টবুকে স্বজন
বসে আছে কোনোখানে অসীম ধৈর্য নিয়ে।
সবাই ভাবছে এখন, বেঁচে আছি আজো আমি!
বেঁচে আছি আজো আমি! বেঁচে আছি আজো আমি!
থেমে যায়নি আমার জীবনের গল্পটা।
কতদিন দেখি নাকো প্রিয়মুখের হাসিটা!
কোথায় পালাল সব? কে গিলে খাচ্ছে সব?
হাসি নাই, গান নাই! ভালোবাসা নাই কোনো!
শুধু বাঁচার চেষ্টা। সবাই বাঁচতে চায়।
গাছের পাতার মতো ঝরে যায় প্রিয়জন!
বুক ভেঙে কাঁদি শুধু! কে আগে কে পরে যাবে?
কেউ জানে না এখন! শুধু জানে যেতে হবে।
সবাই ভাবছে এখন, বেঁচে আছি আজো আমি!
সাইয়িদ রফিকুল হক
২০/০৮/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ২১/০৮/২০২১বেশ ভাবনাময়
-
মোঃ নাজাতুল হক চৌধুরী ২০/০৮/২০২১সুন্দর
-
আমান শেখ ২০/০৮/২০২১সুন্দর লিখেছেন তবে বানান গুলো আর একবার দেখে নিবেন গুরু।
-
ফয়জুল মহী ২০/০৮/২০২১চমৎকার শব্দ বুনন,