বটের ছায়ায় থেকেও
বটের ছায়ায় থেকেও
সাইয়িদ রফিকুল হক
বিশাল বটের ছায়ায় যে দাঁড়িয়ে ছিলে অনেককাল,
তবুও তোমাদের স্বভাব হয়নি তো একটুও ভালো!
তোমরা শুধু চাটতে জানো, চাটায় বড় পারদর্শী।
চাটুকারে-দালালে খাচ্ছে দেশটা এখন চেটেপুটে!
মানুষের সংখ্যা কমই, পশুর সংখ্যা বেশুমার।
পোশাকেআশাকে কত ভাব! কিন্তু ভিতরে উলঙ্গ!
বাহারি-সাজের পশুত্ব গ্রাস করছে মন্যুষত্ব।
আদিম মানুষ ছিল ভালো, ছিল না তাদের শঠতা যে!
ভণ্ডে-ষণ্ডে ভরপুর আজ আমাদের দেশভূমি!
বটের ছায়ায় থেকেও যে মানুষ হয়নি এরা আজো।
সাইয়িদ রফিকুল হক
১৬/০৮২০২১
সাইয়িদ রফিকুল হক
বিশাল বটের ছায়ায় যে দাঁড়িয়ে ছিলে অনেককাল,
তবুও তোমাদের স্বভাব হয়নি তো একটুও ভালো!
তোমরা শুধু চাটতে জানো, চাটায় বড় পারদর্শী।
চাটুকারে-দালালে খাচ্ছে দেশটা এখন চেটেপুটে!
মানুষের সংখ্যা কমই, পশুর সংখ্যা বেশুমার।
পোশাকেআশাকে কত ভাব! কিন্তু ভিতরে উলঙ্গ!
বাহারি-সাজের পশুত্ব গ্রাস করছে মন্যুষত্ব।
আদিম মানুষ ছিল ভালো, ছিল না তাদের শঠতা যে!
ভণ্ডে-ষণ্ডে ভরপুর আজ আমাদের দেশভূমি!
বটের ছায়ায় থেকেও যে মানুষ হয়নি এরা আজো।
সাইয়িদ রফিকুল হক
১৬/০৮২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ১৭/০৮/২০২১বেশ বোধময় প্রকাশ কবি দা
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৬/০৮/২০২১Excellent
-
ফয়জুল মহী ১৬/০৮/২০২১মুগ্ধকর উপস্থাপন।