তুমি মৃত্যুঞ্জয়ী
তুমি মৃত্যুঞ্জয়ী
সাইয়িদ রফিকুল হক
মরণে থেমে যায় সবই, মৃত্যু থামিয়ে দেয় সব!
আগুনও নিভে যায় জলে, তেজ থাকে না তারও আর।
পৃথিবীর সবই মরবে, কেউ থাকবে না চিরদিন,
বাঁচার সাধ সকলেরই, হৃদয়জুড়ে কত স্বপ্ন!
মানুষ তবু যে মরে যায়! বাঁচবে না কেহ চিরদিন,
বুকের ভিতরে কত আশা, কিছুই রয় না অবশেষে।
কিছু-কিছু মানুষ অমর, তবু মৃত্যু তাঁদের ছোঁয়!
গোলাপ হয়ে ফোটে জীবন, মৃত্যুতে হয় সুবাসিত।
সবাই ভেবেছিল তুমিও মরে যাবে বুঝি চিরতরে!
দলবেঁধে কত যে পামর হাসাহাসি করেছিল সুখে।
তবে তুমি মৃত্যুঞ্জয়ী জেগে উঠলে আরো সরবে!
বাঙলার বুকে মরবে না শেখ মুজিবুর রহমান।
সাইয়িদ রফিকুল হক
১৫/০৮/২০২১
সাইয়িদ রফিকুল হক
মরণে থেমে যায় সবই, মৃত্যু থামিয়ে দেয় সব!
আগুনও নিভে যায় জলে, তেজ থাকে না তারও আর।
পৃথিবীর সবই মরবে, কেউ থাকবে না চিরদিন,
বাঁচার সাধ সকলেরই, হৃদয়জুড়ে কত স্বপ্ন!
মানুষ তবু যে মরে যায়! বাঁচবে না কেহ চিরদিন,
বুকের ভিতরে কত আশা, কিছুই রয় না অবশেষে।
কিছু-কিছু মানুষ অমর, তবু মৃত্যু তাঁদের ছোঁয়!
গোলাপ হয়ে ফোটে জীবন, মৃত্যুতে হয় সুবাসিত।
সবাই ভেবেছিল তুমিও মরে যাবে বুঝি চিরতরে!
দলবেঁধে কত যে পামর হাসাহাসি করেছিল সুখে।
তবে তুমি মৃত্যুঞ্জয়ী জেগে উঠলে আরো সরবে!
বাঙলার বুকে মরবে না শেখ মুজিবুর রহমান।
সাইয়িদ রফিকুল হক
১৫/০৮/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তাবেরী ১৬/০৮/২০২১অসাধারণ
-
নহাজা য়াজিনা ১৬/০৮/২০২১বেশ ভালো লেখা। আপনার জন্য শুভকামনা।
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৫/০৮/২০২১তোমার নেই শেষ।