লজ্জাহীনদের কথা
লজ্জাহীনদের কথা
লজ্জা যাদের গায়ের ময়লা
লজ্জা চেয়ো না তাদের কাছে।
লজ্জা যাদের একটু আছে
লজ্জা চাইবে তাদের কাছে।
পশুর লজ্জা থাকে না কখনো
লজ্জাহীনেরা পশু হয়ে থাকে।
লজ্জা যাদের গায়ের ময়লা
লজ্জা চেয়ো না তাদের কাছে।
লজ্জা যাদের একটু আছে
লজ্জা চাইবে তাদের কাছে।
পশুর লজ্জা থাকে না কখনো
লজ্জাহীনেরা পশু হয়ে থাকে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৪/০৮/২০২১দারুণ হয়েছে কবি।
-
ফয়জুল মহী ১৪/০৮/২০২১অনন্য
অহর্নিশ শুভ কামনা। -
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৩/০৮/২০২১লজ্জার খুব দরকার।