তোমাদের লজ্জাহীনতা
তোমাদের লজ্জাহীনতা
সাইয়িদ রফিকুল হক
তোমাদের এসব নীচতা
তোমাদের এসব শঠতা
আর তোমাদের যাবতীয়
উলঙ্গ লজ্জাহীনতা
আমাদের সকলের যেন
হৃদয় ভেঙে দিয়েছে আজ।
তোমাদের মুখ দেখতেও
লজ্জা লাগে ভীষণভাবে!
সকল-মনে লজ্জা আছে
শুধু তোমরাই লাজহীন!
আজ তোমাদের যাবতীয়
ভদ্রতার মুখোশে ধস!
খুলে গেছে তোমাদের সব।
তোমাদের সকল নীচতা
তোমাদের সকল শঠতা
একদিন কাল হবে জেনো।
সাইয়িদ রফিকুল হক
১১/০৮/২০২১
সাইয়িদ রফিকুল হক
তোমাদের এসব নীচতা
তোমাদের এসব শঠতা
আর তোমাদের যাবতীয়
উলঙ্গ লজ্জাহীনতা
আমাদের সকলের যেন
হৃদয় ভেঙে দিয়েছে আজ।
তোমাদের মুখ দেখতেও
লজ্জা লাগে ভীষণভাবে!
সকল-মনে লজ্জা আছে
শুধু তোমরাই লাজহীন!
আজ তোমাদের যাবতীয়
ভদ্রতার মুখোশে ধস!
খুলে গেছে তোমাদের সব।
তোমাদের সকল নীচতা
তোমাদের সকল শঠতা
একদিন কাল হবে জেনো।
সাইয়িদ রফিকুল হক
১১/০৮/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রেদওয়ান আহমেদ বর্ণ ১৩/০৮/২০২১অসাধারণ হয়েছে
-
সুব্রত ব্রহ্ম ১২/০৮/২০২১"একদিন সব কাল হবে জেনো"। খুব ভালো লাগলো।
-
আলমগীর সরকার লিটন ১২/০৮/২০২১খুব সুন্দর ভাবনা
-
কে. পাল ১১/০৮/২০২১Valo