প্রত্যাশা নেই
প্রত্যাশা নেই
সাইয়িদ রফিকুল হক
বসন্তদিনের প্রত্যাশা করি না,
কখনোই ভাবি না ভবিষ্যত-কথা!
চোখে দেখি আঁধার! ঘন অন্ধকার!
আলো জ্বলবে কবে? কে জ্বালাবে আলো?
চারিদিকে আঁধার! আলোর দেখা নেই!
আলোর কথা আজ কেউ বলে না মুখে!
অন্ধকারে দেখি পিশাচগুলোর হাসি!
প্রত্যাশা নেই যে এ অন্ধকারে।
সাইয়িদ রফিকুল হক
১০/০৮/২০২১
সাইয়িদ রফিকুল হক
বসন্তদিনের প্রত্যাশা করি না,
কখনোই ভাবি না ভবিষ্যত-কথা!
চোখে দেখি আঁধার! ঘন অন্ধকার!
আলো জ্বলবে কবে? কে জ্বালাবে আলো?
চারিদিকে আঁধার! আলোর দেখা নেই!
আলোর কথা আজ কেউ বলে না মুখে!
অন্ধকারে দেখি পিশাচগুলোর হাসি!
প্রত্যাশা নেই যে এ অন্ধকারে।
সাইয়িদ রফিকুল হক
১০/০৮/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিজিৎ হালদার ১১/০৮/২০২১ভালো
-
তাবেরী ১১/০৮/২০২১অসাধারণ
-
ফয়জুল মহী ১১/০৮/২০২১Valo laglo kobita