পাপ দেখেছি
পাপ দেখেছি
সাইয়িদ রফিকুল হক
তোমার বুকে পাপ দেখেছি পাপ!
বুকের ভিতর বন্দি আছে আরও কত সাপ।
ঝাঁপি খুলে করছো বাহির মনের সুখে সব,
চারিদিকে শুনছি তোমার জয়ধ্বনি রব!
সবার হাসি কেড়ে তুমি হাসছো নিজে জোরে,
এত শক্তি থাকবে না যে কোনো একদিন ভোরে।
আজকে তুমি বিরাটকিছু মরলে তখন কী?
জুলুমবাজি বন্ধ করো, আর খেয়ো না ঘি।
চর্বি তোমার দিনে-দিনে বাড়ছে অনেক বেশ!
দেখার অনেক বাকি ছিল, দেখে নিলাম শেষ।
লাভ কী হবে মিথ্যে করে ভালোমানুষ সেজে?
এবার তুমি একটু ভালো হবে কিনা নিজে?
সাইয়িদ রফিকুল হক
০৯/০৮/২০২১
সাইয়িদ রফিকুল হক
তোমার বুকে পাপ দেখেছি পাপ!
বুকের ভিতর বন্দি আছে আরও কত সাপ।
ঝাঁপি খুলে করছো বাহির মনের সুখে সব,
চারিদিকে শুনছি তোমার জয়ধ্বনি রব!
সবার হাসি কেড়ে তুমি হাসছো নিজে জোরে,
এত শক্তি থাকবে না যে কোনো একদিন ভোরে।
আজকে তুমি বিরাটকিছু মরলে তখন কী?
জুলুমবাজি বন্ধ করো, আর খেয়ো না ঘি।
চর্বি তোমার দিনে-দিনে বাড়ছে অনেক বেশ!
দেখার অনেক বাকি ছিল, দেখে নিলাম শেষ।
লাভ কী হবে মিথ্যে করে ভালোমানুষ সেজে?
এবার তুমি একটু ভালো হবে কিনা নিজে?
সাইয়িদ রফিকুল হক
০৯/০৮/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিজিৎ হালদার ০৯/০৮/২০২১ভালো
-
কে. পাল ০৯/০৮/২০২১Valo