বুক ফেটে যায়
বুক ফেটে যায়
সাইয়িদ রফিকুল হক
বুক ফেটে যায় সহস্র দুঃখে,
ভাষা ফোটে নাকো অমাবস্যায়!
নীরব হয়েছি, বসে থাকি চুপে,
বিনা দোষে কে আর মরতে চায় হে?
কত ছিল আশা! পূরণ হয়নি
কিছুই যে তার! কবে আর হবে?
ভুলের সাগরে তরী যায় ডুবে!
মাঝিও বোঝে না! কে আর বাঁচাবে?
সাইয়িদ রফিকুল হক
০৭/০৮/২০২১
সাইয়িদ রফিকুল হক
বুক ফেটে যায় সহস্র দুঃখে,
ভাষা ফোটে নাকো অমাবস্যায়!
নীরব হয়েছি, বসে থাকি চুপে,
বিনা দোষে কে আর মরতে চায় হে?
কত ছিল আশা! পূরণ হয়নি
কিছুই যে তার! কবে আর হবে?
ভুলের সাগরে তরী যায় ডুবে!
মাঝিও বোঝে না! কে আর বাঁচাবে?
সাইয়িদ রফিকুল হক
০৭/০৮/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ০৮/০৮/২০২১হৃদয়গ্রাহী আত্মকথন।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৭/০৮/২০২১খুব সুন্দর লিখেছেন।
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৭/০৮/২০২১Its very good. Thanks.
-
অভিজিৎ হালদার ০৭/০৮/২০২১ভালো