ঈশ্বর তুমি
ঈশ্বর তুমি
সাইয়িদ রফিকুল হক
ঈশ্বর তুমি মহামহিম
চলছে তোমার আদিম খেলা!
পৃথিবীজুড়ে মহান তুমি,
মানুষের নাই ক্ষমতাকিছু!
এই লীলাভূমি গড়ে উঠেছে
তোমারই রঙে, সব রঙিন,
মানুষের শুধু আস্ফালন!
সব এখনও তোমার হাতে।
ঈশ্বর তুমি নীরব খুব!
মাঝেমাঝে দেখি, সরব হও
তোমার ক্ষমতা জানান দিতে!
একচ্ছত্র চিরদিনের হে।
সাইয়িদ রফিকুল হক
০৬/০৮/২০২১
সাইয়িদ রফিকুল হক
ঈশ্বর তুমি মহামহিম
চলছে তোমার আদিম খেলা!
পৃথিবীজুড়ে মহান তুমি,
মানুষের নাই ক্ষমতাকিছু!
এই লীলাভূমি গড়ে উঠেছে
তোমারই রঙে, সব রঙিন,
মানুষের শুধু আস্ফালন!
সব এখনও তোমার হাতে।
ঈশ্বর তুমি নীরব খুব!
মাঝেমাঝে দেখি, সরব হও
তোমার ক্ষমতা জানান দিতে!
একচ্ছত্র চিরদিনের হে।
সাইয়িদ রফিকুল হক
০৬/০৮/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ০৭/০৮/২০২১বেশ ভাবনাময়
-
ডাঃঅলোক সরকার ০৬/০৮/২০২১সুন্দর ভাবনার প্রকাশ।
-
অভিজিৎ হালদার ০৬/০৮/২০২১সুন্দর ভাবনা
-
ফয়জুল মহী ০৬/০৮/২০২১অনবদ্য শব্দ চয়ন I শুভ কামনা নিরন্তর