আলোর ভুবন ছেড়ে
আলোর ভুবন ছেড়ে
সাইয়িদ রফিকুল হক
আলোর ভুবন ছেড়ে কেন খোঁজো আঁধার?
সমতল পেরিয়ে নেমে যাচ্ছো খাদে!
অন্ধকূপ-পূজারী পায় না পথের দেখা,
আঁধারে ডুবে-ডুবে হারিয়ে যায় মর্ত্যে।
অন্ধকারের রাজা খোঁজে শুধু গর্ত,
এই গর্ত-জীবন মানুষের শত্রু!
সমভূমিতে কখনো আবাস হয় না তার,
আলোর ভুবন ছেড়ে সে হয় অন্ধ-পূজারী।
সাইয়িদ রফিকুল হক
০৫/০৮/২০২১
সাইয়িদ রফিকুল হক
আলোর ভুবন ছেড়ে কেন খোঁজো আঁধার?
সমতল পেরিয়ে নেমে যাচ্ছো খাদে!
অন্ধকূপ-পূজারী পায় না পথের দেখা,
আঁধারে ডুবে-ডুবে হারিয়ে যায় মর্ত্যে।
অন্ধকারের রাজা খোঁজে শুধু গর্ত,
এই গর্ত-জীবন মানুষের শত্রু!
সমভূমিতে কখনো আবাস হয় না তার,
আলোর ভুবন ছেড়ে সে হয় অন্ধ-পূজারী।
সাইয়িদ রফিকুল হক
০৫/০৮/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৬/০৮/২০২১সুন্দর ভাবনা।
-
ফয়জুল মহী ০৫/০৮/২০২১সহজ সাবলিলতায় ভাবনার I
-
অভিজিৎ হালদার ০৫/০৮/২০২১ভালো
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৫/০৮/২০২১ঠিকই লিখেছেন !