একটাকিছু দেখলে হতে
একটাকিছু দেখলে হতে
সাইয়িদ রফিকুল হক
একটাকিছু দেখলে হতে
ধরিস তোরা পরের দোষ,
জানিস তোরা নিজেই একটা
বিরাটবড় মন্দ-ঘোষ?
দেশের ভালো দেখলে তোদের
পেটটা করে ভীষণ জ্বালা,
বাইরে তোরা দেখতে সাদা
ভিতরে যে মস্ত কালা!
মনটা তোদের খাইছে ঘুণে
পাপদেহটা আছে টিকে,
একটাসময় তাও যে যাবে
জীবন তোদের ভারি ফিকে!
পরের ভালো দেখলে তোদের
মনটা কাঁদে গভীর শোকে,
এমনধারায় চললে কি আর
বলবে ভালো দেশের লোকে?
একটাকিছু দেখলে হতে
ধরিস তোরা বাঁকা কলম!
তোদের ভালো করতে হলে
লাগবে নিতাই-পাগলা মলম।
সাইয়িদ রফিকুল হক
০২/০৭/২০২১
সাইয়িদ রফিকুল হক
একটাকিছু দেখলে হতে
ধরিস তোরা পরের দোষ,
জানিস তোরা নিজেই একটা
বিরাটবড় মন্দ-ঘোষ?
দেশের ভালো দেখলে তোদের
পেটটা করে ভীষণ জ্বালা,
বাইরে তোরা দেখতে সাদা
ভিতরে যে মস্ত কালা!
মনটা তোদের খাইছে ঘুণে
পাপদেহটা আছে টিকে,
একটাসময় তাও যে যাবে
জীবন তোদের ভারি ফিকে!
পরের ভালো দেখলে তোদের
মনটা কাঁদে গভীর শোকে,
এমনধারায় চললে কি আর
বলবে ভালো দেশের লোকে?
একটাকিছু দেখলে হতে
ধরিস তোরা বাঁকা কলম!
তোদের ভালো করতে হলে
লাগবে নিতাই-পাগলা মলম।
সাইয়িদ রফিকুল হক
০২/০৭/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ০৪/০৮/২০২১মনোমুগ্ধকর শব্দ চয়নে অনন্য সৃষ্টি, শুভ কামনা নিরন্তর সাহিত্যের শুভেচ্ছা রইলো।