চালাকচতুর
চালাকচতুর
সাইয়িদ রফিকুল হক
ভাগ্যের হাতে মার খেয়ে আজ
হচ্ছি ভীষণ ফতুর,
এরই মাঝে নিজের হাতে
গড়ছে ভাগ্য চতুর!
যুগজামানায় চালাকচতুর
গড়ছে সবই নিজে,
ভালোমানুষ ঠকছে শুধু
বোকা সেজে কী যে!
নিজের স্বার্থ বুঝলে তাকে
সবাই বলে চালাক!
ভালোমানুষ বোকা বলে
বিশ্ব ছেড়ে পালাক।
ভাগ্যের হাতে আর কতকাল
মার খাবে হে ভালো?
এবার একটু চালাক হয়ে
জগৎ করো আলো।
সাইয়িদ রফিকুল হক
৩০/০৭/২০২১
সাইয়িদ রফিকুল হক
ভাগ্যের হাতে মার খেয়ে আজ
হচ্ছি ভীষণ ফতুর,
এরই মাঝে নিজের হাতে
গড়ছে ভাগ্য চতুর!
যুগজামানায় চালাকচতুর
গড়ছে সবই নিজে,
ভালোমানুষ ঠকছে শুধু
বোকা সেজে কী যে!
নিজের স্বার্থ বুঝলে তাকে
সবাই বলে চালাক!
ভালোমানুষ বোকা বলে
বিশ্ব ছেড়ে পালাক।
ভাগ্যের হাতে আর কতকাল
মার খাবে হে ভালো?
এবার একটু চালাক হয়ে
জগৎ করো আলো।
সাইয়িদ রফিকুল হক
৩০/০৭/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রেদওয়ান আহমেদ বর্ণ ৩১/০৭/২০২১অসাধারণ লিখেছেন প্রিয়।
-
রায়হান ছিদ্দিক ফয়সাল ৩১/০৭/২০২১সুন্দরএকটি কবিতা।
-
আলমগীর সরকার লিটন ৩১/০৭/২০২১বেশ ছন্দময়
-
স্বপন রোজারিও (মাইকেল) ৩০/০৭/২০২১চালাক হওয়া কোন ক্ষেত্রে ভাল।
-
অভিজিৎ হালদার ৩০/০৭/২০২১বেশ