ধৈর্য ধরো বন্ধু তুমি
ধৈর্য ধরো বন্ধু তুমি
সাইয়িদ রফিকুল হক
ধৈর্য ধরো বন্ধু তুমি
সামনে তোমার বিজয়,
আজকে তুমি কষ্টজীবন
বরণ করো না-হয়!
সবাই কি আর জন্ম থেকে
হয় রে সুখী ভবে?
চিরকালের আয়ু নিয়ে
থাকবে বেঁচে সবে?
মরণ আছে ঘাড়ের কাছে
কেমনে যাবে ভুলে,
সুখের জীবন চাইলে তুমি
হাসো মুখটি তুলে।
দুঃখ আছে, কষ্ট আছে
থাকবে নাতো বসে,
দুঃখ পেয়ে কষ্ট-ধরে
থাকবে কেন কষে?
বিপদ দেখে মনখারাপের
কিছুই নাইরে বন্ধু,
আঘাত পেয়েও মনটা তোমার
শান্ত রাখো শুধু।
ধৈর্য ধরো বন্ধু তুমি
সামনে পাবে সুফল,
বুকের ভিতর একটুখানি
রাখবে শুধু সুবল।
সাইয়িদ রফিকুল হক
২৯/০৭/২০২১
সাইয়িদ রফিকুল হক
ধৈর্য ধরো বন্ধু তুমি
সামনে তোমার বিজয়,
আজকে তুমি কষ্টজীবন
বরণ করো না-হয়!
সবাই কি আর জন্ম থেকে
হয় রে সুখী ভবে?
চিরকালের আয়ু নিয়ে
থাকবে বেঁচে সবে?
মরণ আছে ঘাড়ের কাছে
কেমনে যাবে ভুলে,
সুখের জীবন চাইলে তুমি
হাসো মুখটি তুলে।
দুঃখ আছে, কষ্ট আছে
থাকবে নাতো বসে,
দুঃখ পেয়ে কষ্ট-ধরে
থাকবে কেন কষে?
বিপদ দেখে মনখারাপের
কিছুই নাইরে বন্ধু,
আঘাত পেয়েও মনটা তোমার
শান্ত রাখো শুধু।
ধৈর্য ধরো বন্ধু তুমি
সামনে পাবে সুফল,
বুকের ভিতর একটুখানি
রাখবে শুধু সুবল।
সাইয়িদ রফিকুল হক
২৯/০৭/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিধান চন্দ্র ধর ৩১/০৭/২০২১ভাল লাগল পাঠ করে
-
রেদওয়ান আহমেদ বর্ণ ৩১/০৭/২০২১অনিন্দ্যসুন্দর লিখেছেন অমোঘ হয়েছে
-
ভাস্কর অনির্বাণ ২৯/০৭/২০২১দারুন উপস্হাপনা, ভাল লাগল
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৯/০৭/২০২১সুন্দর উপদেশ। ধন্যবাদ।
-
আমিনুল ইসলাম (রিয়াজ) ২৯/০৭/২০২১উপদেশগুলো সুন্দর
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৯/০৭/২০২১খুব সুন্দর।