মনকে বলি―২
মনকে বলি―২
সাইয়িদ রফিকুল হক
মনকে বলি আজকে তুমি
হাসোনি যে বন্ধু!
মন যে আমার হাসে চুপে
দেখতে পাই না শুধু!
মনের মধ্যে মন যে আছে
তা কি ভাবছো কেহ?
মনটা সবার সবচে দামি
তুচ্ছ হলো দেহ।
সবাই ভাবে দেহের কথা
মনটা থাকে পড়ে!
এমনি ধারায় বন্ধু তুমি
বাঁচবে কেমন করে?
ভালোবেসে নাও না তুমি
মনের খবর আজি,
জীবন তোমার সুখের হবে
মনটা হলে রাজী।
সাইয়িদ রফিকুল হক
২৮/০৭/২০২১
সাইয়িদ রফিকুল হক
মনকে বলি আজকে তুমি
হাসোনি যে বন্ধু!
মন যে আমার হাসে চুপে
দেখতে পাই না শুধু!
মনের মধ্যে মন যে আছে
তা কি ভাবছো কেহ?
মনটা সবার সবচে দামি
তুচ্ছ হলো দেহ।
সবাই ভাবে দেহের কথা
মনটা থাকে পড়ে!
এমনি ধারায় বন্ধু তুমি
বাঁচবে কেমন করে?
ভালোবেসে নাও না তুমি
মনের খবর আজি,
জীবন তোমার সুখের হবে
মনটা হলে রাজী।
সাইয়িদ রফিকুল হক
২৮/০৭/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ২৯/০৭/২০২১বেশ ছন্দময়
-
ফয়জুল মহী ২৯/০৭/২০২১Valo laglo kobita
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৮/০৭/২০২১Outstanding performance
-
তাবেরী ২৮/০৭/২০২১সুন্দর
-
অভিজিৎ হালদার ২৮/০৭/২০২১Valo