অন্ধগলিতে হেঁটে
অন্ধগলিতে হেঁটে
সাইয়িদ রফিকুল হক
অন্ধগলিতে হেঁটে-হেঁটে আজ
বন্ধ হয়েছে জীবনের পথ,
নিভে গেছে আলো, নেমে এসেছে যে
গাঢ় আঁধারের বিভীষিকা রথ!
বুকের ভিতরে আর জ্বলে নাকো
সপ্তরঙের ঝলমলে আলো,
হৃদয়মিনার কেমন করে যে
দখল নিয়েছে নিকষকালো!
আলো-আঁধারের অদ্ভুত এক
খেলা চলিতেছে চারিপাশজুড়ে,
এমন আঁধারে সোনালি বৃক্ষ
উঠবে কেমনে মৃত্তিকাফুঁড়ে!
অন্ধগলিতে হেঁটে-হেঁটে আজ
ভুলমানুষেরা ভুলে করে আরো,
আলোর মিছিল থমকে যাচ্ছে
ভ্রুক্ষেপ যে তবু নেই কারো!
সাইয়িদ রফিকুল হক
২৩/০৭/২০২১
সাইয়িদ রফিকুল হক
অন্ধগলিতে হেঁটে-হেঁটে আজ
বন্ধ হয়েছে জীবনের পথ,
নিভে গেছে আলো, নেমে এসেছে যে
গাঢ় আঁধারের বিভীষিকা রথ!
বুকের ভিতরে আর জ্বলে নাকো
সপ্তরঙের ঝলমলে আলো,
হৃদয়মিনার কেমন করে যে
দখল নিয়েছে নিকষকালো!
আলো-আঁধারের অদ্ভুত এক
খেলা চলিতেছে চারিপাশজুড়ে,
এমন আঁধারে সোনালি বৃক্ষ
উঠবে কেমনে মৃত্তিকাফুঁড়ে!
অন্ধগলিতে হেঁটে-হেঁটে আজ
ভুলমানুষেরা ভুলে করে আরো,
আলোর মিছিল থমকে যাচ্ছে
ভ্রুক্ষেপ যে তবু নেই কারো!
সাইয়িদ রফিকুল হক
২৩/০৭/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জামাল উদ্দিন জীবন ২৪/০৭/২০২১অন্ধকার ছেড়ে আলোর পথের ঠিকানা খুঁজে পান কবি।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৪/০৭/২০২১অসাধারণ
-
ভাস্কর অনির্বাণ ২৪/০৭/২০২১সুন্দর উপস্হাপনা কবি
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৩/০৭/২০২১অন্ধকারের জয়ধ্বনি আজ সবখানেই।