বুক যদি ভেসে যায়
বুক যদি ভেসে যায়
বুক যদি ভেসে যায় চোখের গভীর জলে,
ঠাঁই পাবে না তবুও তুমি কারো ছায়াতলে!
পাষাণে ভরে গিয়েছে বাংলার মাঠঘাট,
কেউ খুলবে না আর ভালোবাসার কবাট।
বুক যদি ভেসে যায় চোখের গভীর জলে,
ঠাঁই পাবে না তবুও তুমি কারো ছায়াতলে!
পাষাণে ভরে গিয়েছে বাংলার মাঠঘাট,
কেউ খুলবে না আর ভালোবাসার কবাট।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ২১/০৭/২০২১Excellent
-
কে. পাল ২০/০৭/২০২১Sundor
-
স্বপন রোজারিও (মাইকেল) ২০/০৭/২০২১ছোট হলেও চমৎকার।
-
ডাঃঅলোক সরকার ২০/০৭/২০২১সুন্দর অভিব্যক্তি।
-
অভিজিৎ হালদার ২০/০৭/২০২১ভালো