ঠোঁটকাটা হয়ো না
ঠোঁটকাটা হয়ো না
সাইয়িদ রফিকুল হক
ঠোঁটকাটা হয়ো না, ভালোবাসা পাবে না,
ঠোঁট বন্ধ রেখো, জামাইআদরটা
মিলবে সাথেসাথে! পাবে আরও কিছু!
বাহির-চোখ শুধু খোলা থাক তোমার,
বন্ধ করে রেখো ভিতর-চোখ দুটো
অভাব থাকবে না, পাবে অনেক সুখ।
নিজের কথা ভেবো, পরের দুঃখ থাক,
শুধু নিজেকে দেখো, চিরসুখে থাকবে!
লোকে যা-ই বলুক, তুমি থেকো নীরব।
লোকে বলতে পারে, মিচকে শয়তান!
তা বলুক না লোকে, তুমি থাকবে চুপ,
পুরস্কার আছে তোমার ভাগ্যেই,
অনেক সুখী হবে! তোমার নাম হবে!
পরের জন্য হে তুমি কেন কাঁদবে?
কাঁদার লোক আছে! তুমি শুধু হাসবে!
আর তালমেলাবে সবার সঙ্গেই, তুমিই হবে রাজা!
ভুল করে কখনো, সত্য বলবে না, ঠোঁট খুলবে না,
ওসবে এখন যে ভাত জোটে না আর!
সবাই চায় বোবা, আর চিরঅন্ধ, আর মুখবন্ধ!
খামাখা তুমি কেন এ রুগ্নসমাজে হবে ঠোঁটকাটাটা?
আর দেরি কোরো না, সোজা পথটা ধরো,
এখনই ধরো হে অভিজ্ঞ কাউকে,
তার হাত-পায়ের সেবা করতে থাকো,
মেরে ফেলো বিবেক, গলাটিপে মারবে!
তাকে আর কখনো জাগতে দিয়ো নাকো,
সে তোমার শত্রু, আপস করো শুধু,
সবার কোলে তুমি ঠাঁই পাবে বন্ধু!
ঠোঁটকাটা হয়ো না, হও আপসকামী,
সংসারজীবনে তুমিই চিরসুখী!
ভুলেও তুমি আর এ সুখ ছাড়বে না।
সাইয়িদ রফিকুল হক
১৯/০৭/২০২১
সাইয়িদ রফিকুল হক
ঠোঁটকাটা হয়ো না, ভালোবাসা পাবে না,
ঠোঁট বন্ধ রেখো, জামাইআদরটা
মিলবে সাথেসাথে! পাবে আরও কিছু!
বাহির-চোখ শুধু খোলা থাক তোমার,
বন্ধ করে রেখো ভিতর-চোখ দুটো
অভাব থাকবে না, পাবে অনেক সুখ।
নিজের কথা ভেবো, পরের দুঃখ থাক,
শুধু নিজেকে দেখো, চিরসুখে থাকবে!
লোকে যা-ই বলুক, তুমি থেকো নীরব।
লোকে বলতে পারে, মিচকে শয়তান!
তা বলুক না লোকে, তুমি থাকবে চুপ,
পুরস্কার আছে তোমার ভাগ্যেই,
অনেক সুখী হবে! তোমার নাম হবে!
পরের জন্য হে তুমি কেন কাঁদবে?
কাঁদার লোক আছে! তুমি শুধু হাসবে!
আর তালমেলাবে সবার সঙ্গেই, তুমিই হবে রাজা!
ভুল করে কখনো, সত্য বলবে না, ঠোঁট খুলবে না,
ওসবে এখন যে ভাত জোটে না আর!
সবাই চায় বোবা, আর চিরঅন্ধ, আর মুখবন্ধ!
খামাখা তুমি কেন এ রুগ্নসমাজে হবে ঠোঁটকাটাটা?
আর দেরি কোরো না, সোজা পথটা ধরো,
এখনই ধরো হে অভিজ্ঞ কাউকে,
তার হাত-পায়ের সেবা করতে থাকো,
মেরে ফেলো বিবেক, গলাটিপে মারবে!
তাকে আর কখনো জাগতে দিয়ো নাকো,
সে তোমার শত্রু, আপস করো শুধু,
সবার কোলে তুমি ঠাঁই পাবে বন্ধু!
ঠোঁটকাটা হয়ো না, হও আপসকামী,
সংসারজীবনে তুমিই চিরসুখী!
ভুলেও তুমি আর এ সুখ ছাড়বে না।
সাইয়িদ রফিকুল হক
১৯/০৭/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমিনুল ইসলাম (রিয়াজ) ২০/০৭/২০২১উপসাহমূলক উপদেশগুলো দারুন, কিন্তু কবিতাটা প্রাণে ঠিক বিঁধলো না ।
-
রেদওয়ান আহমেদ বর্ণ ২০/০৭/২০২১বেশ তো
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৯/০৭/২০২১সুন্দর বাস্তবতার প্রকাশ।