জীবনের কবিতা
জীবনের কবিতা
সাইয়িদ রফিকুল হক
জীবনকে ভাবো তুচ্ছ!
একবার মরে দেখো
কতটুকু পাবে স্বাধীনতা।
বেঁচে থাকতে হতাশা!
মরণের পরে ঠান্ডা।
পৃথিবী এখনও রঙিন
কারও জীবনও রঙিন!
কেউবা চিরদিন ধূসর।
সাদাকালো জীবন সুখের,
রঙ-জীবনে হতাশা বেশি।
সাইয়িদ রফিকুল হক
১৮/০৭/২০২১
সাইয়িদ রফিকুল হক
জীবনকে ভাবো তুচ্ছ!
একবার মরে দেখো
কতটুকু পাবে স্বাধীনতা।
বেঁচে থাকতে হতাশা!
মরণের পরে ঠান্ডা।
পৃথিবী এখনও রঙিন
কারও জীবনও রঙিন!
কেউবা চিরদিন ধূসর।
সাদাকালো জীবন সুখের,
রঙ-জীবনে হতাশা বেশি।
সাইয়িদ রফিকুল হক
১৮/০৭/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ভাস্কর অনির্বাণ ১৯/০৭/২০২১সাদা কালো জীবন থেকে শুভ্র ভালবাসা
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১৯/০৭/২০২১বেশ শিক্ষণীয়।
-
অভিজিৎ হালদার ১৮/০৭/২০২১বেশ ভালো